Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 15/10/2023, 10:35:15 UTC
⭐ Merited by fillippone (1)
~snip~
বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনার বিটকয়েনের উপর এরকম পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সাম্প্রতিক সময়ে বিটকয়েন অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ তবুও অনেক মানুষ গোপনীয়তা রক্ষা করে বিটকয়েনের সাথে জড়িত আছে। আমি আপনাকে পরামর্শ দিতে চাই, যদি আপনার টাকা হতো তাহলে আমি অবশ্যই আপনাকে বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ দিতাম। কিন্তু টাকা গুলো আপনার ভাইয়ের আপনার ভাই হয়তো টাকার মালিক। আপনার পরিবারের ন্যায় নীতি কেমন জানি না? বিটকয়েনে বিনিয়োগ করা ব্যাংকে টাকা রাখার চেয়ে অনেক ভালো। আমাদের দেশে মুদ্রাস্ফীতি অনেক বেশি, আরও বেড়ে যাবে। বিটকয়েনে বিনিয়োগ করলে মুদ্রাস্ফীতি কবল থেকে কিছু টা সেভ রাখা যাবে। আপনার ভাই এর কাছে অনুমতি নিন যদি আপনার ভাই বিটকয়েন বিনিয়োগ করা কে সমর্থন করে তাহলে আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। আপনার ভাই কে বিটকয়েন সম্পর্কে সকল ধরনের ধারণা দেন। দেখুন আপনার ভাই বিটকয়েনে বিনিয়োগে আগ্রহী হয় কিনা। যদি আপনার ভাই শেষ পর্যায়ে রাজি না হয়, তাহলে আপনার ভাইয়ের ভবিষ্যতের চিন্তা করে  স্বর্ণের বিনিয়োগ করার চেয়ে জমি কেনা আমি ভালো মনে করি। জমি দাম বর্তমানে অনেক উর্ধ্বমুখী, আমার ব্যক্তিগত প্রসঙ্গ থেকেই বলছি আমি ২ বছর আগে জমি কিনেছিলাম ৬ লাখ টাকা দিয়ে বর্তমানে বাজার মুল্য ৮ লাখ টাকা। দেখেন আপনি চিন্তাভাবনা করে আপনার পরিবারকে বিটকয়েন সম্পর্কে ধারণা দিতে পারেন কিনা। এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আরও অনেকেই পরামর্শ দিবেন। আপনার যার পরামর্শ ভালো মনে হবে আপনি সে রকম ভাবে করতে পারেন। অথবা আপনি নিজে থেকেই বেটার যেটা মনে করেন করতে পারেন। কারো কথায় বিটকয়েনে বিনিয়োগ করা উচিত নয়, যেহেতু বিটকয়েনে বি নিয়োগ করা ঝুঁকিপূর্ণ, আপনি ক্ষতির সম্মুখীন হয়ে দোষারোপ করতে পারেন।