Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 15/10/2023, 12:33:41 UTC
বিটকয়েন কিনবো কিনা?
ক্রিপ্ট কারেন্সি সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে তা না জেনে কিভাবে আপনাকে সাজেস্ট করব যে আপনি এ সময় কি করবেন। আপনি যদি মনে করেন আপনার ক্রিপ্ট কারেন্সি সম্পর্কে ভালো ধারণা আছে এবং বিনিয়োগ সম্পর্কেও আপনি যথেষ্ট জানেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে এই সময়ে বিটকয়েন ক্রয় করা। আমরা ২০২৩ সালের শেষের দিকে রয়েছি তিন মাস পরে আমরা ২০২৪ সালে বাজার করব এবং অভিজ্ঞদের মতামত অনুযায়ী ২০২৪ সালের শুরুর দিকে অথবা দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে বের করেন এর মার্কেটে বড় একটি পরিবর্তন আসতে পারে সে ক্ষেত্রে আপনি এই সুযোগ নিতে পারেন।
ব্যাংকে জমা রাখবো কিনা?
অর্থনীতিবিদ যারা আছেন তাদের মতে সামনে বড় ধরনের বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে তারপর আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান আছে পাশাপাশি নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরাইল এবং হামাস সংকট তাই এই মুহূর্তে ব্যাংকে টাকা রাখাকে আমি নিরাপদ মনে করছি না। আমাদের দেশের অনেক ব্যাংক আছে যারা অনেক বেশি ঋণগ্রস্ত এবং তাদের দেউলিয়া ঘোষণা করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার তাই এই সময়ে ব্যাংকে টাকা রাখাও আপনার জন্য নিরাপদ হবে না।
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
জমিজমা অথবা স্বর্ণ কিনতে অনেক বেশি পরিমাণ অর্থের প্রয়োজন, আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে জমির মূল্য অনেক কিন্তু আপনার এলাকায় জমির দাম কিরকম তা আমার জানা নেই তবে আমার মনে হয় বিটকয়েনে বিনিয়োগ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন বা একজন বিনিয়োগকারী প্রথম অবস্থায় যে পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করে তার কয়েক গুণ বেশি অর্থ প্রয়োজন হবে জমি কিনতে অথবা স্বর্ণ ক্রয় করতে। আপনারা যদি ভাল আর্থিক সাপোর্ট থেকে থাকে তাহলে জমি কেনা আপনার জন্য ভালো একটি সিদ্ধান্ত হতে পারে।
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
কয়েক বছরের ব্যবধানে আমাদের দেশে ডলারের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, একটা সময় ব্যাংক রেট অনুযায়ী ডলারের মূল্য ছিল আশি থেকে 85 টাকা কিন্তু এখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়ে ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে তাই আপনি যদি মনে করেন আপনি বর্তমানে ব্যাংক রেটে ডলার কিনে রাখবেন তাহলে আপনাকে অবশ্যই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। দীর্ঘ সময় অপেক্ষা করা ছাড়া আপনার ডলার ক্রয় করে খুব একটা লাভ আপনি করতে পারবেন না। দেশের অর্থনৈতিক অবস্থার যদি আবারো অবনতি হয় তাহলে নিশ্চিত থাকেন ডলারের মূল্য আবারও বৃদ্ধি পাবে কিন্তু সেই বৃদ্ধির জন্য অবশ্যই যথেষ্ট সময়ের প্রয়োজন।