Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Fuso.hp
on 15/10/2023, 13:33:14 UTC
আচ্ছা, বাংলাদেশ থ্রেড এ অফ টপিক নিয়ে সমস্যা আছে নাকি? গতকাল আমি একটা পোষ্ট করেছিলাম যেটা ফোরাম মোডারেটর ডিলেট করে দিয়েছেন। আমি মূলত একটা পোষ্ট এর রিপ্লাই দিয়েছিলাম। এই ব্যাপার টা আমার কাছে একদম ই নতুন মনে হলো। কেউ কি রিপোর্ট করেছে নিাকি কোনো মোডারেটর চেক করে নিজেই ডিলেট করেছেন? আর ডিলেট করার কারন কি হতে পারে? আমার ধারনা ছিলো যেহেতু আমরা একটা থ্রেডের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখানে সকল বিষয়েই পোষ্ট করতে পারবো। এখন ক্রিপ্টো কারেন্সি ছাড়া অন্য ব্যাপারে আলাপ করার জন্য তো আমি অন্য কোনো থ্রেড ক্রিয়েট করতে পারবো না। আর এখানে তো ক্রিপ্টো চাড়াও সকল ব্যাপারেই আলাপ হচ্ছে। তবে আমার পোষ্ট ডিলেট হওয়ার কারন কি?
আপনি যে পোস্টে কমেন্ট করেছিলেন হয়তো সেই পোস্ট এর বিরুদ্ধে কেউ মডারেটরের কাছে রিপোর্ট করেছিল এজন্যই মডারেটর সেই পোস্ট ডিলিট করে দিয়েছে। কোন পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয় না মূলত মডারেটর ম্যানুয়ালি পোস্ট ডিলিট করে থাকেন। ক্রিপ্ট কারেন্সির বাইরেও আমাদের এই সেকশনে অনেক আলোচনা হয়ে থাকে কিন্তু বাংলা সেকশন থেকে খুব একটা পোস্ট ডিলিট হতে আমি দেখে নিই কিন্তু সম্প্রতি কিছু পোস্ট মডারেটর কর্তৃক ডিলেট হচ্ছে। যেহেতু এটা আমাদের লোকাল সেকশন তাই অবশ্যই আমরা এখানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে পারি। সম্ভবত আপনি যে পোস্টে কমেন্ট করেছেন সেই পোষ্ট হয়তো শিশু এবং স্মার্টফোন রিলেটেড ছিল। যিনি পোস্ট তৈরি করেছিলেন তিনি বর্তমানে যা ঘটছে শিশুদের সাথে সেগুলোই তুলে ধরেছিলেন। যাই হোক মডারেটর হয়তো মনে করেনি এই পোস্ট এই সেকশনের জন্য সঠিক এজন্যই হয়তো তিনি এই পোস্ট ডিলিট করেছেন। আমরা যারা কমেন্ট ব্যতীত নতুন পোস্ট তৈরি করবো আমাদের লোকাল সেকশনে অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের পোস্ট অফ টপিক না হয় কারণ অফ টপিক পোস্ট হলে যে ব্যক্তি পোস্ট তৈরি করবে তার পোস্ট ডিলিট করার সাথে সাথে তার ওই পোস্টে যে ব্যক্তি কমেন্ট করবে তার পোস্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে।