বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিটকয়েন প্রত্যক্ষভাবে জনপ্রিয়তা না পেলেও পরোক্ষভাবে বিটকয়েন অনেক জনপ্রিয়। প্রতিনিয়ত বাংলাদেশের অনেক মানুষ বিটকয়েনের সাথে পরোক্ষভাবে যুক্ত হচ্ছে। আমিও সেরকম একটি বিটকয়েন ব্যবহারকারী হতে চলেছি তবে বুঝতে পারছি না আমার এটি করা উচিত হচ্ছে কিনা। আমার পরিবারের একজন খুব সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী সে তিন মাস যাবত মালয়েশিয়া রয়েছে এবং এই মাসের ৩ তারিখে প্রথম বেতন পাঠিয়েছে। পরিচিত একজনের মারফত মালয়েশিয়া থাকায় বেতন মোটামুটি ভালই তুলতে পেরেছে। ধার দেনা করে না যাওয়ায় পরিবারের উপর কোন চাপ নেই। সংসারের বড় ছেলে হওয়ায় উপার্জিত টাকার দায়িত্ব বা আমার উপরই নির্ভর করছে। তবে আমি বিটকয়েনের সাথে পরিচিত হওয়ায় বৈদেশিক রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমার পরিবারে শুধুমাত্র আমি বাদে সবাই বিটকয়েন এর বিপরীতে অবস্থান নিচ্ছে। তারা এই সমস্ত অদৃশ্য ও অবাস্তব কয়েনকে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি নিজে তো বুঝি এই কয়েনটির ভবিষ্যত কেমন। যদিও প্রথম মাসের কিছু টাকা সরিয়ে আলাদা করে রাখছি কিন্তু বিটকয়েন কিনতে ভয় পাচ্ছি যদি ভবিষ্যতে আমার বাবা-মায়ের কথায় যদি সত্য হয় তাহলে আমার নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমি দ্বিধাদ্বন্দ্বে রয়েছি প্রবাসীর রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে?
তাছাড়া আমার পরিবারের সবাই ব্যাংকে গচ্ছিত টাকা রাখতে চাচ্ছে যেটা আমি মোটেই পক্ষপাত করছি না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে করে ব্যাংকে টাকা রাখার চেয়ে না রাখা অনেক ভালো। বাংলাদেশের টাকার মান প্রতিনিয়ত যে হারে হ্রাস পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা রাখলে তা ভবিষ্যতে কমতে কমতে নিঃশেষ হয়ে যেতে পারে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে নড় বড়ে অবস্থা তাতে টাকা রাখলে সে টাকা নিজে পাব বলে বিশ্বাস হয়না।
আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত যে হারে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা না রেখে যদি ইস্টাবল ডলার করে রাখা যায় তাতেও খারাপ হবে না। তবে একটি বিষয় জানার খুব আগ্রহ হলো আমার আশেপাশে বেশ কয়েকজন ডলার কিনে রাখছে তাতে করে বাংলা টাকার মান যে হারে হ্রাস পাচ্ছে দু'বছর পরে ১২০ টাকা রেটে কিনে রাখলে অনেক প্রফিট আসবে।
এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।
বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের বিটকয়েন অবৈধ হয়তোবা কোনদিন এই বৈধতা আসবে না তবুও কিন্তু বিটকয়েনের জনপ্রিয়তা কেউ আটকাতে পারেনি দিন যত যাচ্ছে বিটকয়েনের জনপ্রিয়তা ততই বেড়ে যাচ্ছে আমার মনে হয় ভবিষ্যতে সবার কাছে বিটকয়েন জনপ্রিয় হয়ে উঠবে। আপনি যেমন বলেছেন বিটকয়েন কিনে রাখার বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হল যদি টাকাটা আপনার নিজস্ব হত তাহলে আমি আপনাকে পরামর্শ দিতাম যে আপনি বিটকয়েন কিনে রাখেন । বিটকয়েনে একটু রিক্স আছে এটা আমরা সবাই জানি টাকাটা যেহেতু আপনার ভাইয়ের সে ক্ষেত্রে আপনি বিটকয়েনে কিনে রাখার পর যদি ক্ষতির মুখে পড়তে হয় তখন তো আপনাকে জবাবদিহি করতে হবে। তবে একটা কাজ করা যেতে পারে সেটা হলো আপনার ভাইকে বিটকয়েন সম্পর্কে বিস্তারিত বলতে হবে বলার পরে আপনার ভাই যদি আপনাকে বলে ঠিক আছে কর সমস্যা নাই তাহলে আপনি করতে পারেন । আপনার ভাই যদি বিটকয়েনের কেনা নিয়ে আপত্তি করে তাহলে আপনার বিটকয়েন না কেনাটাই ভালো।