Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DT_MEMBER
on 16/10/2023, 02:44:52 UTC
এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?

প্রথমত আপনার বিটকয়েন কিনে রাখা সঠিক হবে কেননা বিটকয়েনের দাম বর্তমান সময়ে অনেক কম। তাছাড়া সামনে আসছে বিটকয়েন হালবিং। বিটকয়েন হালবিং এর পর বিটকয়েনের দাম অবশ্যই বৃদ্ধি পাবে।
দ্বিতীয়ত ব্যাংকের জমা রাখা অনেক রিস্কি কেননা আমাদের বাংলাদেশে কয়েকদিন পরে পরে ব্যাংকগুলো তাদেরকে দেউলিয়া ঘোষণা করে। আপনি যে ব্যাংকে আপনার টাকা রাখবেন সেই ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে তাহলে আপনি আপনার টাকা আর ফেরত পাবেন না। তৃতীয়ত ঃ জমি জমা এবং জুয়েলারি কেনার জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন। তবে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের জমির দামের পরিমাণ অনেক বেশি। অন্যদিকে সোনার দাম ও অনেক। তাই আপনার উচিত হবে জমি জমা কেনার পরিবর্তে বিটকয়েনে বিনিয়োগ করা। কারণ বিটকয়েনের দাম ডাবল হলে আপনার প্রফিট ডাবল হয়ে যাবে।
চতুর্থতম বাংলাদেশের এখন মার্কিন ডলার রেট অনেক বেশি প্রায় ১২০ টাকার মতো। আমরা ২০২৩ সালের শুরুর দিকে এই ডলার বিক্রি করেছি মাত্র 90 থেকে 91 টাকায় কিন্তু এখন এই ডলারের দাম বৃদ্ধি পেয়ে ১১৮ টাকায় পৌঁছেছে। হয়তো এই ডলারের দাম বাংলাদেশি টাকায় আরো বেশি হতে পারে।