Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 16/10/2023, 13:15:27 UTC
এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?

দেখেন ভাই, অন্যকে উপদেশ দেয়ার চাইতে সহজ কাজ বাংলাদেশে আর নাই। তবে যখন নিজের মতো করে ভাববো, তখন ব্যাপারটা আসলে অন্য রকম দাড়ায়। আমি আপনাকে আপনার ইংরেজি থ্রেড এ অলরেডি উত্তর দিয়েছি, তবুও আবার এখানে লিখতে চাই। বাংলাদেশে বিটকয়েনের বৈধতা নাই। তো বড় পরিমানের ইনভেষ্ট করা অবশ্যই ঝুকিপূর্ণ হবে। সবচাইতে বড় কথা হলো টাকা টা আপনার বাবার। যদিও টাকা পয়সা সামলানোর দ্বায়িত্ব টা আপনার। এখন ধরেন আপনি আপনার ইচ্ছেমতো একটা ইনভেষ্ট করে ফেললেন। আল্লাহ না করুন যদি কোনো একটা ঝামেলা হয়, সব দ্বায়ভার আপনার ঘাড়ে এসে পড়বে। আপনার বাবা সারা জীবন মনে রাখবে যে আমার ছেলের ভেুলের জন্য আমার কষ্টের কামাই করা টাকা বিপথে চলে গেলো। টাকাটা আপনার নিজের ইনকাম করা হলে আপনি আপনার নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারতেন। তাতে রিস্ক থাকলেও আপনার জবাবদিহি করার কেউ নাই। আপাতত আপনার বাবা যেভাবে সাজেশন দেয়, আপনি সেখানেই ইনভেষ্ট করতে পারেন। তাছাড়া আপনার বাবা আপনাকে বিটকয়েনে ইনভেষ্ট করার অনুমতি দিলেও আপনার মোট টাকার ১০ শতাংশ এর বেশি বিটকয়েনে ইনভেষ্ট করা ঠিক হবে না। আমি নিজের যায়গা থেকে বললাম। আপনার মতামত ভিন্ন হতে পারে।