বিটকয়েন কিনবো কিনা?
যেহেতু আপনি বাংলাদেশে বাস করেন আর বাংলাদেশের বিটকয়েন এখনো বৈধ না। আপনি শখ করে কিছু বিটকয়েন কিনে রাখবেন এটা কোনো সমস্যা না। তবে আপনি যদি বেশি পরিমাণে বিটকয়েন কিনে রাখেন তাহলে আপনার নাও টাকা পাচারকারীর লিস্টে উঠবে না এটার গ্যারান্টি দেওয়া যায় না। আমরা বাংলাদেশে বাস করি ভাই তাই যা করবেন সতর্কতার সাথে করেন। তবে আমি আপনাকে বিটকয়েন বেশি পরিমাণে ইনভেস্ট করার জন্য উৎসাহিত করি না। বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়।
ব্যাংকে জমা রাখবো কিনা?
বাংলাদেশের ব্যাংকগুলো এখন ৭-৮.২৫% পর্যন্ত ইন্টারেস্ট দেয় আর সঞ্চয়পত্রে দেয় ১০% এর মতো। এই ইন্টারেস্ট রেট যথেষ্ট কিন্তু বাংলাদেশের টাকার মান যে হারে কমতেছে তাতে যদি কারো বাৎসরিক রিটার্ন ৪০% এর কম আসে তাইলেই তার লস। তাই ব্যাংকের টাকা রাখাটা এখন যৌক্তিক না। কিন্তু আবার যদি আপনি আপনার টাকা কোন জায়গায় ইনভেস্ট করেন তাইলেও সেখানে আপনি প্রফিট গ্যারান্টি পাবেন না লসও হতে পারে আবার সেখান থেকে যে আপনি ৪০%+ রিটার্ন পাবেন তারও গেরান্টি নাই। তাই আপনি এক কাজ করতে পারেন ব্যাংকে কিছু টাকা রাখতে পারেন আপনার ইমারজেন্সি মুহুর্তের জন্য আর বাকি টাকা আপনি কোন ভাল ও পটেনশিয়াল কিছুতে ইনভেস্ট করতে পারেন
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
সোনার দামও খুবই বাড়তাছে তবে আপনি অলংকার ছাড়া বাংলাদেশ থেকে সোনার বার খুব সহজে কিনতে পারবেন না। আর অলংকার কিনলে পরবর্তীতে বিক্রি করতে চাইলে বা যদি আপনি ভেঙ্গে অন্য কোন কিছু বানান তাহলে ভরীতে ২-৩ আনি খাইত যায়। তাই অলংকার কেনা বোকামি আমি মনে করি । তবে আপনি জমি জমা কিনতে পারেন এটা অনেক ভালো ইনভেস্টমেন্ট। জমির দাম খুব দ্রুত হারে বাড়তেছে আর ভবিষ্যতে আরো বাড়বে। তাই এটা একটা ভালো ইনভেস্টমেন্ট আমার মতে
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনি রাখবেন কিসে? আর আপনি যদি USDT কিনে রাখেন তাহলে সেটা ক্রিপ্টোই হল আর বাংলাদেশে ক্রিপ্টো অবৈধ। তাই এটা করা আপনার আমার জন্য ঠিক হবে বলে আমার মনে হয় না