Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 16/10/2023, 22:49:02 UTC

চরম একটা হিপোক্রেসি দেখতে পারলাম যদিও আমার মনে হয় না এটা  এই ক্রিপ্টো কারেন্সি জগতে নতুন,  এর আগেও ভিন্ন ভিন্ন ভাবে এরকম ভাবে ক্রিপ্টো কারেন্সি প্রাইস ম্যানুপুলেট করার চেষ্টা করেছে। আমি বুঝলাম না এত বড় বড় প্ল্যাটফর্ম গুলো আসলেই কেউ অনিচ্ছাকৃতভাবে এইসব ভুলগুলো করে?  তাও আবার ৪৫ মিনিট পর ডিলিট করেছে Roll Eyes
যাই হোক পড়েছে সে তারা ক্ষমা চেয়েছে,  ক্ষমা চেয়েই কি পার পেয়ে যাবে?

এইটা কোন সাধারণ ভুল হলো?
এত বড় একটি জনপ্রিয় ম্যাগাজিন এরকম সাধারণ ভুল করলে তা সহজে মেনে নেওয়া যাবে? যেখানে SEC ওয়েবসাইটে লেখা আছে কোন প্রকার ইটিএফ এপ্রুভ করা হয়নি অথচ CT(Coin Telegraph) কি এনাউন্সমেন্ট দেখে তার নিউজফিডে এরকম একটি অবাস্তব খবর প্রচার করলেন। খুব সম্ভবত যে সকল ট্রেডার ও বিনিয়োগকারীরা লোকসান খেয়েছেন তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। এত সহজে পার পেয়ে যেতে পারবে না। কিছু কিছু ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না বরং এর ক্ষেত্রে অবশ্যই খেসারত দিতে হবে।