Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 16/10/2023, 18:43:55 UTC
বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনার এই রিলেটেড একটা টপিক মনে হয়  আমি  বিটকয়েন ডিসকাশন এ জবাব দিয়েছিলাম, তারপরও এখানে আবার নতুন করে বলি যে  বিটকয়েন ইনভেস্টমেন্ট করবেন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেসমেন্ট করবেন,  এর প্রথম রুলসটাই হল  আপনি যতটুকু ক্ষমতা রাখেন ততটুকুই ইনভেস্টমেন্ট করেন মানে আপনি যে ফান্ড আপোর্ট করবেন সেটা ইনভেস্ট করতে পারবেন।  এখন যেহেতু টাকাটা আপনার নয় এখানে ভেবেচিন্তে ইনভেস্ট করা বেশি বুদ্ধিমানের কাজ হবে। যদিও আপনি চাইলে অল্প অল্প করে  বিটকয়েনে ইনভেস্টমেন্ট  লং টার্মের করতে পারেন,  সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার অলস টাকা ইনভেস্টমেন্ট করতে বলবো।
আর যদি ব্যাংকে টাকা রাখতে চান তাহলে আমি বলব এখন বৈশ্বিক অর্থনৈতিক এর যে অবস্থা  এতে করে ফিয়াট কারেন্সি হোল্ডিং করা মানে লস খাওয়া বাদে আর কিছু না।
তবে জমি কেনার বিষয়টা আপনি দেখতে পারেন কারণ এতে আমি মনে করি আপনার পরিবারেরও সম্মতি থাকবে,  আমি যতদূর দেখেছি আমার আশেপাশে কোন জমির দাম কমেনি সবগুলোই বেড়েছে।


সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিটকয়েন ইটিএফ এপ্রুভ করে নাই অথচ মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে মার্কেটে কত বড় লিকুয়েন্টেশন খেলো। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্পট বিটকয়েন ইটিএফ এখন পর্যন্ত আন্ডার রিভিউয়ের অপেক্ষায় রয়েছে।
চরম একটা হিপোক্রেসি দেখতে পারলাম যদিও আমার মনে হয় না এটা  এই ক্রিপ্টো কারেন্সি জগতে নতুন,  এর আগেও ভিন্ন ভিন্ন ভাবে এরকম ভাবে ক্রিপ্টো কারেন্সি প্রাইস ম্যানুপুলেট করার চেষ্টা করেছে। আমি বুঝলাম না এত বড় বড় প্ল্যাটফর্ম গুলো আসলেই কেউ অনিচ্ছাকৃতভাবে এইসব ভুলগুলো করে?  তাও আবার ৪৫ মিনিট পর ডিলিট করেছে Roll Eyes
যাই হোক পড়েছে সে তারা ক্ষমা চেয়েছে,  ক্ষমা চেয়েই কি পার পেয়ে যাবে?