Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 17/10/2023, 09:40:15 UTC


অফ টপিক

এটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ।
ভারত পাকিস্তান এই দুই দল চির প্রতিদ্বন্দ্বী তাই আগে যখন ভারত ও পাকিস্তানের খেলা হতো দর্শকগুলা উত্তেজনা নিয়ে খেলা দেখতো  এখনো এই ম্যাচটি এরকম উত্তেজনাপূর্ণ হয়তোবা আগের মত হয় না। তার কারণ আমরা যদি লক্ষ্য করি এশিয়া কাপ থেকে  ভারত এবং পাকিস্তানের ম্যাচটি ভারত দাপটের সঙ্গে জয়লাভ করেছে । ওয়ানডে বিশ্বকাপে ও ঠিক ভারত দুর্দান্তভাবে ভালো খেলেছে এবং তারা জয় লাভ করেছে আমার মনে হয় দীনেশ কার্তিক ঠিক কথাই বলেছে ভারত পাকিস্তানের ম্যাচের চে বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি প্রতিদ্বন্দ্বী হয়। আমাদের বাংলাদেশ ক্রিকেট ভক্তরা যেমন এশিয়া কাপে  বাংলাদেশ যখন ভারতকে হারিয়েছে তখন অনেক অনেক ভক্ত সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তারা বলছে এটাই আমাদের এশিয়া কাপ ফাইনাল খেলার মত অনুভূতি।