Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 17/10/2023, 10:05:29 UTC
ভারত পাকিস্তান এই দুই দল চির প্রতিদ্বন্দ্বী তাই আগে যখন ভারত ও পাকিস্তানের খেলা হতো দর্শকগুলা উত্তেজনা নিয়ে খেলা দেখতো  এখনো এই ম্যাচটি এরকম উত্তেজনাপূর্ণ হয়তোবা আগের মত হয় না। তার কারণ আমরা যদি লক্ষ্য করি এশিয়া কাপ থেকে  ভারত এবং পাকিস্তানের ম্যাচটি ভারত দাপটের সঙ্গে জয়লাভ করেছে । ওয়ানডে বিশ্বকাপে ও ঠিক ভারত দুর্দান্তভাবে ভালো খেলেছে এবং তারা জয় লাভ করেছে আমার মনে হয় দীনেশ কার্তিক ঠিক কথাই বলেছে ভারত পাকিস্তানের ম্যাচের চে বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি প্রতিদ্বন্দ্বী হয়। আমাদের বাংলাদেশ ক্রিকেট ভক্তরা যেমন এশিয়া কাপে  বাংলাদেশ যখন ভারতকে হারিয়েছে তখন অনেক অনেক ভক্ত সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তারা বলছে এটাই আমাদের এশিয়া কাপ ফাইনাল খেলার মত অনুভূতি।
ভারত ও পাকিস্তান দুটি দেশ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল এই দুই দেশ আগে থেকে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী সেটা হোক ক্রিকেট খেলা কিংবা রাজনীতি। ভারত ও পাকিস্তান ম্যাচ হলে দর্শকদের মধ্যে একটি উত্তেজনা কাজ করে তবে সম্প্রীতি সময়ে পাকিস্তানের পারফরম্যান্স খুবই খারাপ তাই দর্শক আর আগের মত উৎসাহিত হয় না তাদের ম্যাচ দেখে।
তবে একটা সত্যি কথা কি ভাই বাংলাদেশ দলের সবচেয়ে বড় তৃপ্তি হল ভারতকে ক্রিকেট খেলায় হারানো। বাংলাদেশ যখন ভারতকে ক্রিকেট খেলায় হারায় তখন আমাদের বাংলাদেশের অনেক ভক্তবৃন্দ আছে যারা মনে করে তাদের একটি কাপ জয় করার সমান হয়েছে যেমনটি বলা হয়েছিল এশিয়া কাপে যখন বাংলাদেশ ভারতকে হারিয়েছিল।