Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 18/10/2023, 08:17:52 UTC
ঠিক বলেছেন ভাই আমার নিজের কথায় যদি বলি তাহলে আমি নিজেও খেয়াল করিনি যে বিটকয়েন  ৩০কে টাচ করেছে.  আমি কিভাবে টের পেয়েছি একটা হল আমার  একটি cex  থেকে নোটিফিকেশনে এসেছিল  আর সেটাই ঢুকে দেখি আমার ফান্ড 45$  হয়ে রয়েছে  এটা অনেক আগের কাহিনী যে বিটকয়েন কিনেছিলাম পরে আবার  sell  দিয়ে রাখছিলাম 30k  তে.
আমি নিজেও চিন্তা করতেছিলাম বিটকয়েন কি রিকভার করা শুরু করলো নাকি বুল রানের  জন্য।  ইনভেস্টমেন্ট করব করব ভাবতেছি তখনই আপডেট জানতে পারলাম  যে ভুয়া তথ্য থেকে এই অবস্থা।

আমি একদম ই টের পাইনি কারন আমার কোনো পজিশন ওপেন করা নাই আর কোনো সেন্ট্রালাইজড এক্সচেন্জ এ আমি আপাতত কোনো ব্যালেন্স ও রাখি না। যাই হোক, এ রকম বড় বড় ওয়েবসাইট যদি এভাবে ফেইক নিউজ কোনো রকম ভেরিফিকেশন ছাড়া ছড়িয়ে দিয়ে মারকেট ম্যানুপুলেট করে, সেটা খুবই খারাপ ব্যাপার। আমার তো মনে হয় ওরা নিজেরাই কিছু পজিশন ওপেন করে তারপর ফেক নিউজ দিয়ে মারকেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেছে।


এরকম ভাবে সরাসরি কপি পেষ্ট করে উৎস দেয়ার কি দরকার ভাই। আপনার উৎস টা তো আর ফোরামের বাইরের না। বা পোষ্ট টা অন্য কোনো ভাষায় না। বাংলা ভাষার পোষ্ট আপনি সরাসরি কপি করে উৎস রিংক দিচ্ছেন। ব্যাপারটা ভালো দেখালো না।