টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।
ভাই আবারো একটি Bump মেরে দিলাম। আশা করতেছি যে নতুন আপডেট জানাবেন। এখন কি অবস্থা, কতদূর টার্গেট পূরণ হলো ইত্যাদি। অনেকদিন তো কিছু শুনিনা। রিপ্লাইয়ের আশায় রইলাম।

লিটল মাউস ভাইয়ের কোটেশনটা দেখে আমার আজকের একটি ট্রেডিং এর ঘটনা মনে পড়ে গেল। আমাদের জন্য ভাই মিলিয়ন ডলারের স্বপ্ন দেখা একটি অলিক বস্তু মাত্র। কিভাবে আমার মাথায় ধরে না। ১০০ ডলার দিয়ে এক মিলিয়ন ডলার হবে কেমনে? হয়তো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে হবে যেটা আমার পক্ষে কখনো করা সম্ভব না। একটি পারিবারিক খরচের জন্য ধার করে ৩০ হাজার টাকা এনেছিলাম এবং সেই টাকাটা পরিশোধ করতে কয়েকদিন হল Shasan ভাইয়ের কাছ থেকে ৩০০ ডলার এনেছিলাম লোন। কিন্তু যার কাছ থেকে ধার করে পারিবারিক খরচ করেছিলাম সেই লোকটার টাকাটা কিছুদিন পরে নেবে বলে জানিয়ে দেয়। তাই ভাবছিলাম তো কয়েকদিন পরে টাকা লাগবে তাই দু চারটা ট্রেড করি এর জন্য বাইনান্সে OOKI (OOKI Dao) @0.001817 রেটে প্রায় 200 ডলার দিয়ে ক্রয় করি যখন মার্কেটে ডাম্পিং সিটেশনে ৩০% এর কাছে ছিল। ভাইরে ভাই সঠিক সময় মার্কেটে প্রবেশ করেছিলাম কিন্তু যখন দেখলাম ১৪ ডলার লাভ হয়েছে তখন আর মাথায় ভূত চেপে বসলো। ধর তক্তা মার পেরেক নীতি অনুসরণ করে ক্লিক করলাম এবং ১৪ ডলার লাভে বিক্রি করে দিলাম। বিক্রি করার পরের অবস্থা আপনারাই দেখে বিবেচনা করেন হোল্ডিং করা আমার পক্ষে সম্ভব কিনা। অবশ্যই এই ব্যাপার নিয়ে লিটল মাউস বাই অনেক আগে আমাকে Enjin টোকেন ক্রয় করতে বলেছিল কিন্তু এতদিন লম্বা হোল্ড করতে হবে এই ধৈর্যটা আমার মধ্যে নেই। জীবনে অনেক ধৈর্যের পরীক্ষায় হেরে গেছি তাই নতুন করে ধৈর্য ধরে আমার পক্ষে সম্ভব নয়। মাত্র ১৪ ডলারের প্রফিটের ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি নাই আর মিলিয়ন ডলার লাভ হলে আমার পক্ষে দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব হবে না তাই আমায় দিয়ে মিলিয়ন ডলারের স্বপ্ন মনে লালন করা কখনো সম্ভব হবে না।