ফিউচার ট্রেড কি? এটা আমি কিভাবে করতে পারি? অভিজ্ঞদের পরামর্শ কামনা করছি.
আমি মনে করি এটি এক প্রকার বেট ও ক্যসিনোর বা ফরেক্স ট্রেডের মতো। এখানে আপনি বিনান্সের কাছ থেকে ডলার লোন নিয়ে ট্রেড করতে পারবেন। যেমন ধরেন আপনার কাছে ৫০$ আছে আপনি ট্রেড করতে চাচ্ছেন। তো কয়েন যেরকম পাম্প করে সে তুলনায় ৫০$ এ
স্পট ট্রেডে তেমন প্রফিট পাবেন না আবার রিস্ক ও অনেক। সে ক্ষেত্রে আপনি বিনান্স ফিউচার থেকে আপনার এমাউন্টের ১২৫X ডলার নিয়ে ট্রেড করতে পারবেন। ধরেন আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.0249 এ নামবে তার বেশি নামবে না। আবার পাম্প হবে। তখন আপনাকে 0.0249 অথবা তার চেয়ে একটি বেশি প্রাইজে BUY/Long করতে হবে৷ সেখানে আপনি আপনার ইচ্ছা মতো Leverage নিতে পারবেন যেমন আপনার আছে ৫০$ আপনি ২০X লুভারেজ নিলেন সেক্ষেত্রে আপনি ১০০০$ এর ট্রেড করতে পারবেন মানে বিনান্স আপনাকে ৯৫০$ লোন দিলো। এভাবে ১২৫X পর্জন্ত লিভারেজ নিতে পারবেন৷ আপনি অবশ্যই জানেন যে জত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার লাভ ও লসের পরিমান ও ততই বাড়বে। আপনি জতই লিভারেজ নেন সেক্ষেত্রে জত প্রফিট হবে সব আপনার কিন্তু লস হলে আপনার মূল ব্যলেন্স থেকে কমতে শুরু করবে এভাবে আপনার মূল ব্যলেন্স ০০ ও হতে পারে যদি টোকেন/ কয়েন বেশি ডাম্প করে। আবার আপনি বুঝতে পারতেছেন ও অথবা সিগনাল পাচ্ছেন যে TRX 0.025$ এ উঠে আবার ডাম্প করবে। তাহলে আপনি আপনার টার্গেট সেট করে ইচ্ছে মতন লিভারেজ সেট করে Buy/Short করলে প্রাইজ আপনার টার্গেটে ক্রস করার পর জত ডাম্প করবে আপনার তত প্রফিট হবে আর জদ পাম্প হবে আপনার তত লস হবে। ফরেক্স ট্রেডের মতন
এইখানে ক্লিক করুন আপনি তো ভাই পুরা পোস্ট কপি করছেন পোস্টে যে কিছু বানান ভূল আছে তাও আপনি সংশোধন করেননি। আপনি তো নিজেও মনে হচ্ছে বোঝেন না যে ফিউচার ট্রেডিং কিভাবে কাজ করে। ১২৫x লিভারেজ শুধুমাত্র বিটকয়েনের জন্যেই নেওয়া যায় অন্যান্য কয়েন বা টোকেনের জন্য আপনি সর্বোচ্চ ২০x লিভারেজে ট্রেড করতে পারবেন। আর বাকি বিবরণ ঠিক আছে। আপনি এই পোস্ট অন্যের থেকে কপি করেছেন তাই এটা উল্লেখ করা উচিৎ ছিলো আপনার। যেভাবে পোস্টটা করছেন তাতে প্লাগারিসম হিসেবে গন্য হবে। আপনে এই কাজ প্রথম করেন নাই গ্লোবালে যেয়েও আপনি এমন কাজ করছেন যার কারনে একটা ন্যাচারাল ট্যাগও খাইছেন।
[img]
@DYING_S0UL ভাইকে বিশেষভাবে অভিনন্দন, আপনি আজকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আমাদের এই লোকাল সম্প্রদায়ের একজনের রেংক আফ করা মানেই, আমাদের লোকাল থ্রেড আরও একটু উন্নতির দিকে এক পা এগিয়ে যায়। ভাই আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি ফুল মেম্বার হওয়ার আগে যেভাবে একটিভ ছিলেন আশা করি এখনো আপনি সেরকমভাবেই একটিভ থাকার চেষ্টা করবেন। আপনার প্রতি দুয়া আপনি আরও অনেক বড় হন।
হ্যা DYING_S0UL এর আগের পোস্টগুলা দেইখা তারে ততটা জ্ঞানী মনে হয়নাই তবে আমি তার প্রফাইল আজকে ঘুরে দেখছি তার পোস্টের মান অনেক ভালো আর সে তার ন্যায্য মেরিট পাচ্ছে এবং র্যাংক ধীরে ধীরে বাড়াচ্ছে। আমি তার পোস্টগুলা দেখে তার প্রশংসা না করে পারলাম না আজকে। যাই হোক তার জন্য শুভকামনা কারন নতুন একটা র্যাংক পেলো তবে তার ভবিষ্যৎ আরো ভালো হবে আমি এটা মনে করি।