আপনার ছবিটার সাথে ঠিক @Z_MBFM ভায়ের ছবিটার সাথে কিছুটা মিল আছে। ধরুন আপনি বা আমি মার্কেটে প্রবেশ করলাম একটা নির্দিষ্ট দামে, যখন কিনবেন তখন থেকে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত আপনার কয়েন হোল্ড করে রাখবেন ততদিন পর্যন্ত মার্কেট সমান্তরাল গতিতে থাকবে। যখনই আপনি আপনার হোল্ড করা কয়েন বিক্রি করে দিবেন ঠিক তার কয়েকদিন পর অথবা ওই দিনই দেখবেন মার্কেটের কি অবস্থা। অর্থাৎ হোল্ড করার সময় বাড়বে না বরং ঠিক যখন বিক্রি করে দিবেন তখন মার্কেট উর্ধ্বমুখী হতে থাকবে।
ট্রেড Vs হোল্ডিং
@DYING_S0UL ফোরামে পদোন্নতি করায় অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার পদোন্নতি আমাদের সামনের দিনগুলোতে অনুপ্রেরণা দিবে এবং আপনার মত আমরাও যেন পদোন্নতি পেতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা দিবেন ইনশাআল্লাহ।