Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 19/10/2023, 05:24:37 UTC

আজকে সে কাঙ্খিত বাংলাদেশ ভারত ম্যাচ। এই ম্যাচে অনেক উত্তেজনা বিরাজ করবে কেননা বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশ সাপোর্ট করবেই পাশাপাশি পাকিস্তানি সাপোর্টাররাও বাংলাদেশকে সাপোর্ট করবে। অস্ট্রেলিয়ার সাপোর্টার ও বাংলাদেশকে সাপোর্ট করবে কেননা অস্ট্রেলিয়া ইতিমধ্যে ভারতের সাথে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে অনেক অবনমিত অবস্থায় রয়েছে। ইংল্যান্ডেও একই সাথে ইন্ডিয়ার পরাজয় চাইবে এটাই স্বাভাবিক। সুপার4 পয়েন্ট টেবিলে রেংকিং এ থাকতে হলে উপরের দলগুলো দুর্বল দলগুলোর সাথে পরাজিত হলেই কেবল সম্ভব।
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা  হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক  ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।