Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 19/10/2023, 06:12:06 UTC
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা  হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক  ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা তারা নেট রান রেটে অনেক পিছিয়ে রয়েছে। আজকে পয়েন্ট টেবিল লক্ষ্য করে দেখলাম বাংলাদেশ ৬ নাম্বারে রয়েছে।
ESPNcricinfo
তবে আজকের ম্যাচে বাংলাদেশ ফেভারিট দল হিসেবে মাঠে নামবে তার অন্যতম কারণ হলো তারা এশিয়া কাপে ভারতকে হারিয়েছে এমনকি তার আগে একটি সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আমরা অবশ্যই চাই বাংলাদেশ আজকে জয়লাভ করুক এবং পয়েন্ট টেবিলের নিচের স্থান শক্তপোক্ত করুক।
ESPNcricinfo
বাংলাদেশের মিরপুর কে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য বলা হয়। এখানে অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ,ওয়েস্ট ইন্ডিজ ,শ্রীলঙ্কা ,ভারত, পাকিস্তানসহ আরো অনেক দল সিরিজ পরাজিত হয়ে গেছে। তাই মিরপুরের রেজাল্ট নিয়ে এবারের বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে না। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে পরাজিত করা কখনো সহজ হবে না বরং একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের জন্য। যেখানে পাকিস্তানের মত দল সামান্য 191 রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার মত একটি দল ১৯৯ রানে আউট হয়ে যাচ্ছে। হয়তো তাদের চেয়ে একটু ভালো খেলবে কিন্তু ইন্ডিয়াকে হারানোর মতো দল বিশেষ করে এবারের বিশ্বকাপের আসরে সম্ভব হবে না। যদিও পরিসংখ্যানে মোট বাংলাদেশ ও ভারত 40 বারের মতো দেখা হয়েছে 31 বার ইন্ডিয়া জিতেছে এবং বাংলাদেশ মোট আটটিতে জিতেছে। বাকি একটি খেলা কোন ফলাফল হয়নি । বিশ্বকাপের আসরে বাংলাদেশের সাথে ভারতের চারবার দেখা হয়েছে তিনবার ভারত জয়লাভ করেছে এবং একবার বাংলাদেশ জয়লাভ করেছে। যেবার বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল সেই বছর ভারতে ক্রিকেটারদের চরমভাবে অপমানিত করা হয়েছিল এবং ক্রিকেট ভক্তদের এতটাই আক্রমণাত্মক  দেখা গিয়েছিল যে ক্রিকেটারদের বাড়ি পর্যন্ত প্রশাসনের লোক দিয়ে পাহারা দেওয়া হয়েছিল। ঠিক এই পুনরাবৃত্তি যদি ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ঘটে তাহলে কি ফলাফল আসতে পারে একটু ভেবে দেখুন। আমরা ভক্তরা যতই বাংলাদেশকে নিয়ে জয়ের স্বপ্ন দেখি না কেন ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে সেটা সম্ভব হচ্ছে না।