কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন।
যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি।
Bounty Link :-
https://bitcointalk.org/index.php?topic=5366916.0Group Link :-
https://t.me/ethernitycloudশুভ কামনা সবার জন্য।
হামপুজ আবার বাউন্টি ম্যানেজ করেছে। হ্যাঁ নিঃসন্দেহে একটি উপকারী পোষ্ট কেননা অনেকেই অতীতে বাউন্টি করেছিল কিন্তু তারা হয়তো এখন বিরত রয়েছে। নতুন আপডেট আসলে তারা নাও জানতে পারে । এই পোস্টের মাধ্যমে আমরা এই প্রজেক্ট এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারব এবং এক্সচেঞ্জ লিস্ট হবে কি হবে না এটাও জানতে পারবো।
অফ টপিকএটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ।
আজকে সে কাঙ্খিত বাংলাদেশ ভারত ম্যাচ। এই ম্যাচে অনেক উত্তেজনা বিরাজ করবে কেননা বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশ সাপোর্ট করবেই পাশাপাশি পাকিস্তানি সাপোর্টাররাও বাংলাদেশকে সাপোর্ট করবে। অস্ট্রেলিয়ার সাপোর্টার ও বাংলাদেশকে সাপোর্ট করবে কেননা অস্ট্রেলিয়া ইতিমধ্যে ভারতের সাথে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে অনেক অবনমিত অবস্থায় রয়েছে। ইংল্যান্ডেও একই সাথে ইন্ডিয়ার পরাজয় চাইবে এটাই স্বাভাবিক। সুপার4 পয়েন্ট টেবিলে রেংকিং এ থাকতে হলে উপরের দলগুলো দুর্বল দলগুলোর সাথে পরাজিত হলেই কেবল সম্ভব।
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।