জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি,

গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী?

এবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো

। আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন

। আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে।
আপনি আপনার বউকে বিটকয়েন উপহার দিয়েছেন এবং আপনার বউ আপনাকে উপহার হিসেবে পকেট রুমালের মধ্যে বিটকয়েন লোগো এমব্রয়ডারি করে আপনাকে উপহার দিয়েছে বিষয়টি সত্যি অন্যরকম। যাই হোক আপনি আপনার বউয়ের দেওয়া উপহার পকেটে করে নিয়ে ঘুরতে পারবেন।
আজকের এই ম্যাচটা বাংলাদেশের জেতা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জন্য। তাই সারা বাংলাদেশসহ, পাকিস্তান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সবার আজ মনের দাবী বাংলাদেশের জয়জয়কার। সেই সাথে সাকিবুল হাসানের জন্য সুবর্ণ সুযোগ বিরাট কোহলিকে টপকাইয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করা।

সাকিব আল হাসানের সামনে সুযোগ ছিল বিরাট কোহলি কে টপকে যাওয়ার কিন্তু ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেনি। ইংল্যান্ড প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ পরাজিত হয়েছে এবং বাংলাদেশ প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ পরাজিত হয়েছে এবং আজকে তাদের চতুর্থ খেলা চলমান আছে। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে প্রথম ইনিংসে যে রান করেছে তাতে নিশ্চিত ভাবে বাংলাদেশ এই ম্যাচে পরাজিত হতে চলেছে কারণ যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটে এভারেজ স্কোর ৩০০ প্লাস। আজকের এই ম্যাচে বাংলাদেশ পরাজিত হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া পরবর্তী ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পদোন্নতি করতে পারবে।