Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 20/10/2023, 00:20:49 UTC
⭐ Merited by BD Technical (1)
আমার কথা হল ট্রেডিংই পারি না আবার ফিউচার ট্রেডিং।  ব্যক্তিগতভাবে আসলে আমার ফিউচার ট্রেডিংকে আগে থেকেই কেন জানি ভালো লাগেনা,  এই জন্য ছোটখাট যা ট্রেডিং করি  সব  স্পট ট্রেডিংই হয়ে থাকে।

ফিউচার ট্রেড করা আর জুয়া খেলা প্রায় একই রকম। যার কারণে অনেক আলেমগণ সকল ট্রেডিং কেই হারাম বলে ব্যাখ্যা দিচ্ছে। যদিও আমার মতে সকল প্রকার ট্রেডিং কোন ভাবেই হারাম না। তে আমি অল্প কিছুদিনের জন্য বাইনারি ট্রেডিং করেছিলাম যেটা আসলে সরাসরি জুয়ার মতো। আপনি কিছুই জানেন না, বাইনারি ডিজিট প্রতি সেকেন্ড এ চেঞ্জ হচ্ছে, ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিটের ট্রেড হচ্ছে। সারাক্ষণ ধরে আপনি পজিশন ধরে রাখার পর শেষ সেকেন্ডে এসে আপনার ট্রেড লয় হয়ে গেলো। ব্যাপার না সেটা কতোটুকু ডাউন হলো, আপনার পুরা এমাউন্ট টাই লস। আর স্পট ট্রেডিং এ তো ব্যাপার টা এমন না। আপনি ১০ % করলে আপনার ততটুকুই লস হবে। এখানে আপনার পুরা এমাউন্ট চলে যাওয়ার ভয় নাই। যাই হোক, কেউ একজন বাইনারি ট্রেড সম্পর্কে জানার জন্য আমাকে ম্যানশন করেছিলো, আমি আসলে তেমন কিছু জানি না। জানলে শেয়ার করতাম।