Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 19/10/2023, 15:07:54 UTC
ক্রিপ্টো রিলেটেড ছাড়াও অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরে কিন্তু তবুও বাংলাদেশ থ্রেড এ পোস্ট করতে পারছি না। কখন আবার আমার পোস্ট ও ডিলেট হয়ে যায়। আজকে সকালে ফিলিস্তিনের অনেক গুলো ভিডিও দেখে খুব খারাপ লাগছিলো। প্রথমেই খুজেছি বিটকয়েনের মাধ্যমে কোনোভাবে সেখানে ডোনেশন পাঠানো যায় কি না। কিন্তু তেমন কিছু খুজে পাই নি। আবার ভেবে দেখলাম এগুলো কতোটা রিলাইয়েব্ল হবে সেটাও জানি না। হতে পারে স্ক্যামার রা ফিলিস্তিনের নাম করে বিটকয়েন এড্রেস দিয়ে রাখবে। তারপর খোজ শুরু করলাম বাংলাদেশে ফিলিস্তিনের এম্বাসির এড্রেস যাদের মাধ্যমে ডোনেশন দেয়া যাবে। আর পেয়েও গেলাম তাদের ব্যাংক হিসাব। আপনারা যদি ডোনেশন পাঠাতে চান তবে এইগুলো ব্যাবহার করে ডোনেশন পাঠাতে পারেন।
~~
কিছুই বলার নাই ভাই,  আপনার এই পোস্ট যে ডিলিট হবে না এখনো গ্যারান্টি দিতে পারতেছি না।  এটা শুধুমাত্র  ফিলিস্তিন দেখেই  এর জায়গায় অন্য কোন  দেশ বা সম্প্রদায় থাকলে ইতিমধ্যেই দেখতে পেয়ে যেতেন বড় কোন মেম্বার দ্বারা  ডোনেশনের জন্য টপিক ক্রিয়েট করা হয়েছে। 
যাই হোক  আমি ফারাজ করিমের  পোস্টগুলোকে ফলো করতেছি এটি আমার চোখে আগেও এসেছিল।  তারপরও আপনাকে ধন্যবাদ আবার এটাকে এখানে উল্লেখ করার জন্য।  আশা করি এখান থেকেও  কিছুটা সাহায্য পাবে তারা।
রিসেন্টলি বিনান্স এটা চালু করছে। আমি যেদিন পোস্ট করছিলাম সেদিন পর্যন্তও বাংলাদেশের জন্য copy Trading বন্ধ ছিল। তবে আজকে আপনার এই পোস্ট দেখার পর আমি আবারও বিনান্সে ঢুকে দেখলাম copy trading সত্যিই বাংলাদেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটা অনেকটাই ভালো সুযোগ একজন এক্সপার্ট ট্রেডারকে ফলো করে বটের মাধ্যমে অটোমেটিক ট্রেড করার। তবে এখানেও রিস্ক থাকে লস হবার। তাই এখানে টাকা ইনভেস্ট করার আগে একাধিকবার চিন্তা করা উচিত। তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে copy trading করা উচিত কিনা
আমার কথা হল ট্রেডিংই পারি না আবার ফিউচার ট্রেডিং।  ব্যক্তিগতভাবে আসলে আমার ফিউচার ট্রেডিংকে আগে থেকেই কেন জানি ভালো লাগেনা,  এই জন্য ছোটখাট যা ট্রেডিং করি  সব  স্পট ট্রেডিংই হয়ে থাকে।
যাইহোক  কপি ট্রেডিং করলে প্রাথমিকভাবে  আমরা মূলত  লিডার বোর্ডে যারা প্রথম সাড়িতে থাকে তাদেরকে  বেশি ফলো করি।   যেহেতু প্রথম দিকে অবস্থান করে তারা  তাই বলে যে এখানে রিস্ক থাকবে না এমন কোন কিন্তু কথা নেই। ট্রেডিং করতে গেলে যে সব সময় লাভ হয় তা কিন্তু নয় এটা সবার ক্ষেত্রে সে যতই লিডার বোর্ডে উপরে  থাকুক না কেন।  তাই আমি বলব কপি ট্রেডিং করলেও  নজর রাখা উচিত সবসময়   ট্রেড টি কখন কোন অবস্থায়  রয়েছে।