আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -
- অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
- ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
- কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
- মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
উপরে কথাগুলো একজন বিনিয়োগকারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনোদকারীকে অবশ্যই বেশ কতগুলো বিষয় খেয়াল রেখে ট্রেডিং বা হোল্ডিং করতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ অবশ্যই বর্জন করতে হবে। আবেগ বা ভয় নিয়ে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই লোকসানের সম্মুখীন হতেই হবে। আপনি যেখানে কোন একটি টোকেন হোল্ড করেছেন কিন্তু বেশ কয়েকদিন পর দেখলেন আপনার কিছু পরিমাণ প্রফিট এসেছে ওই সময় যদি আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার পুরো টোকেন বিক্রি করে দেন সে ক্ষেত্রে আপনার টোকেন পরবর্তীতে আরো বেশি পরিমাণে পাম্প করলে শুধুমাত্র আবেগের জন্য অনেক সময় বড় ধরনের প্রফিট মিস করতে হয়। তাই আবেগ নিয়ে ই কখনো ট্রেড করতে চাওয়ার উচিত নয়।
ট্রেডিং হচ্ছে একটি ব্যবসা এবং সেই ব্যবসার সাথে সরাসরি একজন ব্যক্তির অর্থ জড়িত তাহলে কেন একজন ব্যক্তি তার ব্যবসায়িক ক্ষেত্রে নিজের রাগ আবেগ ব্যবহার করে সিদ্ধান্ত নিবে। আমাদের যখন রাগ হয় তখন আমরা কি রেখে কি বলি সেটাই আমরা জানি না এবং নিজেদের প্রতি আমাদের কন্ট্রোল থাকে না ওই সময় যদি আমরা ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে সেটা ১০০% ভুল হবে এতে কোন সন্দেহ নেই। কোন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ওই সময় সিদ্ধান্ত নেয়া উচিত যে সময় আপনার মস্তিষ্ক কোন প্রেসার থাকবে না এবং আপনি খুবই ভালো মেজাজ থাকবেন। ট্রেডিং খবই সেনসিটিভ একটি বিষয় এবং সঠিক নিয়মকানুন না মেনে ট্রেডিং করলে ট্রেডিং তখন ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা হয় তাই এই ঝুঁকি এড়াতে অবশ্যই একজন ট্রেডার্সকে ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভের চেষ্টা করতে হবে পাশাপাশি ঠান্ডা মস্তিষ্কে মার্কেট পর্যবেক্ষণ করে তারপর ট্রেডিং সম্পর্কে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।