খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
@DVlog এর কথা শুনে মনে হচ্ছে নতুনদের কোন কিছু নিয়ে ঘাটাঘাটি বা রিচার্জ করা ভুল। তার কারণ হচ্ছে তারাই সবকিছু করবে শুধু নতুনরা বসে বসে দেখবে। যেহেতু এটা আমাদের বাংলা ভাষার একটি নিজস্ব বোর্ড সেহেতু আমরা এখানে নিজের মতো করে নিজের ভাষায় আমাদের প্রতিভা গুলো তুলে ধরতে পারবো।
@DVlog আপনি যেহেতু এত জ্ঞানী এবং অভিজ্ঞ তাহলে এখানে নিয়মিত একটিভ থাকুন এবং আমাদের মত জুনিয়রদের পরামর্শ দিন কিভাবে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারব। আমরা নিজের প্রচেষ্টায় কোন কিছু করলে আপনাদের চোখে ভুল ধরা পড়ে। তাহলে আপনারাই প্রচেষ্টা করুন আমরা তা দেখে শিখি।
নিউজ শেয়ার করা কোনো প্রতিভার মধ্যে পড়ে না। এটা জাস্ট একটা কপি পেস্ট মেথড। এখানে প্রতিভা দেখানোর কিছু নেই। যেকোনো কেউ চাইলেই করতে পারে।
DVlog ভাইয়ের কথা বাদ দেন, যদি রিসার্চ করার ইচ্ছা থাকে তাহলে
Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলো ফলো করুন। এই কিছুদিন আগেই তিনি একটা সুন্দর পোস্ট করেছিলেন
PGP নিয়ে।
অন্যের পোস্ট চেক করার আগে নিজের পোস্ট চেক করুন। আপনি মাত্র ফোরামে জয়েন করেছেন আর বড়বড় কথা বলা শুরু করে দিয়েছেন। আর আপনি চাইলেই একজন ফুল মেম্বারের বিষয়ে এভাবে বলতে পারেন না। যদি বলারই প্রয়োজন হয় তাহলে উপরের বা সমতুল্য রাঙ্কের কেউ বলতে পারেন, যেমন Z_MBFM ভাই বলেছেন। ওনাদের দুজনের যোগ্যতা আছে বলেই ওনারা আজ ফুল মেম্বার। কেউই উড়তে উড়তে ফুল মেম্বারে যায়না। এত সহজ হলে হতোই।
আর অনুবাদ তো আমি নিজেও করেছি এর আগে, কই কোনো রেপুটেড মেম্বারতো বলে নি কোনো সমস্যা আছে। সমস্যা তখন হয় যখন কেউ সরাসরি Google Translator থেকে অনুবাদ করে দেয়। আমি নিজে দেখছি এটা, অনেকবার তাদের মানাও করছি। অর্থ দেখতে পারেন গুগল করে, বাট ভাষা নিজের হতে হবে। আমি আর Learn Bitcoin ভাই আজ অবধি যত অনুবাদ করছি তার সবগুলো প্রথমে GazetaBitcoin দ্বারা আপ্রুভ করা হয়েছে। তার অনুমতি ছাড়া একটা অনুবাদও পোস্ট করার সাধ্য নেই আমাদের।
আপনার যদি একান্তই গাইডলাইন লাগে তাহলে বাংলা বোর্ডের পূর্ববর্তী পোস্টগুলো পড়ুন। ৪৫০+ পেজ আছে ভাই। অন্তত প্রথম পেজ টা পড়েন। আশা করি সিনিয়র জুনিয়র কারোর দরকার হবেনা আপনার।
আর আমার নিজেরও অনেক লাকিংস আছে। অনেকে অনেক কথাই বলে। বাট কখনো তাদের সাথে এই টোন নিয়ে কথা বলি নাই।