Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 21/10/2023, 08:58:48 UTC
⭐ Merited by Z_MBFM (1)
আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না।

যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য।

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।

নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।