Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 4 users
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 21/10/2023, 07:58:35 UTC
⭐ Merited by DVlog (1) ,DYING_S0UL (1) ,HelliumZ (1) ,roksana.hee (1)
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি।
ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
গ্লোবাল বোর্ড এর মেগা পোস্টগুলো ট্রান্সলেট করার মাঝে জেলাস হবার কি আছে! গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিছু কারেকশন করলেই ট্রান্সলেটর হওয়া যায় না। আমাদের বোর্ডে Learn Bitcoin এবং   DYING_S0UL ছাড়া কাওকে ট্রান্সলেশন এর স্ট্যান্ডার্ড ফলো করতে দেখিনা। আর কি রেপুটেশন বাড়তেসে সেটা গ্লোবাল মেম্বারদের আমাদের বোর্ড সম্পর্কে কথা শুনলেই বুঝা যায়।

আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না।

আপনার কথায় বুঝা যাচ্ছে Little Mouse ভাই ও আপনাদের দেখে জেলস অনুভব করছেন।  Grin


Quote
হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  Wink তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে।

বাংলা বোর্ড এ কেন পোস্ট করিনা তা বলেছি আবার বলার প্রয়োজন দেখিনা। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আপনারা খালি অনুবাদ আর নিউজ শেয়ার বাদ দিয়ে কন্সট্রাক্টিভ আলোচনা করেন না কেনো ? আপনারা সিনিয়ররা এসব করেন দেখেই নতুনরা শুরু করে। Little Mouse ভাই এর একটা কথাই বলতে চাই আমি "খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না" যদিও এটা আমাদের বোর্ড এর কেউ ফলো করেন না।

মূলত এখানে বাংলাদেশের বিষয়াদি অথবা বিটকয়েনের বিষয়দি নিয়ে আলোচনা করার চেয়ে অনুবাদ মূলক টপিক নিয়েই বেশি আলোচনা হচ্ছে। বর্তমানে আমাদের এই কমিউনিটি থ্রেডে কয়েকজন স্বনামধন্য ইউজারদের আনাগোনা খুব কমে গেছে তারা মূলত এখানে অনুবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে তারা এখানে পোস্ট করাই বাদ দিয়ে দিয়েছে। এমন কোন পেজ নেই যেখানে এক বা দুইটি অনুবাদ মূলক পোস্ট করা হয় নাই। এখানে অতিরিক্ত মেরিট পাওয়ার লোভে অনুবাদ মূলক পোস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত বিটকয়েন টকে সকল দেশ মিলে যতগুলো অনুবাদ মূলক পোস্ট করা হয়েছে তার চেয়ে বেশি পোস্ট মূলত তিন মাসে আমাদের এই বাংলাদেশের ইউজাররা করে ফেলেছে। এটা মূলত আমাদের এক অর্জন বলা চলে। যেখানে ১০০ টা কনস্ট্রাক্টিভ পোস্ট করলে পাঁচটা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকে না সেখানে একটা অনুবাদ করলে ১০ থেকে ২০ টি মেরিট পাওয়া যায়। মূলত এখানে শেখানোর উদ্দেশ্যে কেউ অনুবাদ করে না বরং মেরিট পাওয়ার উদ্দেশ্যে অনুবাদ করে থাকে। মেরিট দেওয়া বন্ধ করলে অবশ্যই এখানে অনুবাদ মূলক পোস্ট করা বন্ধ হয়ে যাবে।