আমি পোস্ট না করলেও সবার পোস্ট পড়ি।
ভাই পোস্ট শুধু কি পড়লে হবে পোস্ট পড়া এবং এখানে পোস্ট করাও উচিত। হতে পারে আপনি অনেক অভিজ্ঞ হয়তো আপনার কোন এ পোস্ট পড়ার মাধ্যমে এখানে কোন এক নতুন ইউজার তার জ্ঞান বৃদ্ধি করতে পারলো।
ভাই আপনি হয়তো এখানে নিয়মিত একটিভ থাকেন না আপনি মাঝে মাঝে এখানে এসে পোস্ট করেন তাও হঠাৎ করে সেটা আপনার কথায় প্রমাণ পাওয়া গেছে। আজকে এমন এক পরিচিতি সৃষ্টি হয়েছে মনে হচ্ছে এখানে পোস্ট করাও যাবে না। পোস্ট করলেই ভুল হয়ে যাচ্ছে আপনাদের কাছে।সেটা হোক ক্রিপটোকারেন্সি বিষয়ক, রাজনীতি বিষয়ক এবং অর্থনীতি বিষয়ক। পোস্ট করেও ভয়ে ভয়ে থাকতে হচ্ছে যে কখন কে ভুল ধরে এবং সমালোচনা করে বসে। আসলে যদি কেউ একজনের একটু ভুল বা সমালোচনা করে থাকে তাহলে দেখা যায় আরো ১০ জন সেখানে যুক্ত হয়ে তার সমালোচনায় মেতে উঠছে।