Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DVlog
on 21/10/2023, 10:36:59 UTC
OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।

নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
আপনে আমার মনের কথা বলে ফেলেছেন ভাই। আমি জানি না ট্রান্সলেশন নিয়ে এদের এতো মাথা বেথা শুরু হলো কেনো। ট্রান্সলেট নিয়ে গ্লোবালে কোনো কথা হয় না। ট্রান্সলেটকে সবাই সাপর্ট করে। গ্লোবালে যেসব নিয়ে কথা হয় তা হলো এই (সোর্স লিংক পোস্ট করে যাওয়া কিছু জ্ঞানী ব্যাক্তিদের নিয়া আর এক যায়গায় মেরিট দিতে দেখলে দল বাইদা সেখানে ঝাপাইয়া পড়ার বিষয়গুলা নিয়ে) হঠাৎ কইরা দুই এক জনের এমন ট্রান্সলেট নিয়ে এমন পেট কামরা কামরি শুরু হইছে কেনো। আর এখানে যে ট্রান্সলেট করে আমার মনে হয় না যে  অর্জিনাল পোস্টদাতার অনুমতি ছাড়া করে। যদি তারা এটা করার জন্য অনুমতি দেয় তাইলে আমাগো এখানে কিছু পুন্ডিদদের এতো মাথা ব্যাথা কেনো এটা বুঝি না।

আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না।

যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য।

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।

নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।

অনেকের মতে এইসবের জন্য আমাদের বোর্ডের সুনাম বাড়তেসে। আমার মনে হয় ফোরামে একটা অটো ট্রান্সলেশন এন্ড রিপোস্ট বাটন রাখা উচিত। ফোরামের সুনাম বৃদ্ধি আরো বেগবান হবে। যারা এসব করে দ্রুত রাঙ্ক আপ করেছে তাদের অনেকেই আর বোর্ডে দেখা যায়না ফুল মেম্বার হবার পর। আমি আমাদের বোর্ডে একটা ইনফোরমেটিভ পোস্ট যে করবো সেটা কতগুলো নিউজ শেয়ার পোস্ট এর নিচে পরে যাবে। কেউ একটা টপিক নিয়ে পোস্ট করলে সেই বিষয়ে আলোচনা করার চাইতে সবাই নিজেদের টপিক সামনে আনতে বেশি আগ্রহী।
Theymos কে বলেন এমন একটা বাটন বানাতে নয়লে আপনি এটার জন্য একটা জাভা স্ক্রিপ্ট কোড লিখে তার কাছে পাঠান।  আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি এখানে ইনফোরমেটিভ পোস্ট করে ভইরা ফেলছেন কিন্তু আপনার পোস্ট সবাই উল্টাপাল্টা পোস্ট করে ডাইকা ফালাইছে। কোনোদিনতো আপনারে এখানে পোস্ট করতে দেখি না আপনার ৭১৫ টা পোস্টের মধ্যে বাংলাতে করছেন মাত্র ২৩ টা আর ভাব নিতেছেন যে আপনিই হয়তবা বাংলাদেশ টপিকটার op. যাইহোক বলতে গেলে অনেক কিছু বলা যায় তবে কথা আর বাড়াতে চাইতেছি না। তাই আমি মনে করি আপনার এমন খোচা মারা কথা এখানেই বন্ধ করা উচিৎ। দোআ করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক

Z_MBFM  Smiley


অপ্রয়োজনীয় পোস্ট অনুবাদ করার চাইতে পোস্ট না করে পোস্ট পড়া ভালো। আমি পোস্ট না করলেও সবার পোস্ট পড়ি। ১ ঘন্টা খরচ করে ১০ থেকে ২০ টা মেরিট পাওয়া গেলে খারাপ কি। আপনার কষ্ট আমি বুঝতেসি।