Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 22/10/2023, 07:04:01 UTC

আমি এরকম অনেকগুলো ID এর নাম বলতে পারবো যারা যারা কিছুদিন আগেও লোকাল বোর্ডে সুপার একটিভ ছিলো। লোকাল বোর্ড থেকে ফুল মেম্বার হওয়া মাত্র লোকাল বোর্ড এ পা ও দেয় না। অথচ তারা গ্লোবালে ঠিকই পোস্ট করে। আমাদের লোকাল বোর্ড এর বেশিরভাগ নিউ মেম্বারের লক্ষ্য ও এটাই।
ভাই বাদ দেন তো এগুলো। মনে করেন একটি সংসারে বেশ কয়েকটি ভাই থাকলেও সবাই কিন্তু সমানভাবে উপার্জন করে না। ঠিক একইভাবে আমাদেরই কমিউনিটি টা ধরে যেখানে অনেকে আছে কিন্তু সকলে কিন্তু এখানে সমানভাবে কন্ট্রিবিউশন করতেছে না। ধরেন আমার কথাই বলা যায় অন্যের কথা বলে গীবত করবো না। আমি একটি প্রোমোশনমূলক সিগনেচার ক্যাম্পেইন যুক্ত আছি যেখানে শর্ত হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে সর্বোচ্চ পাঁচটি পোস্ট করতে পারব এখানে আমি তাই ওভাবে একটিভ থাকতে পারছি না। আমি সপ্তাহে চার থেকে পাঁচটি পোস্ট করার চেষ্টা করি। যারা ফুল মেম্বার হওয়ার পর সে যে একবারে প্রস্থান করেছে সেটা ভিন্ন কথা। তাদের কিন্তু উচিত সপ্তাহে একবার হলেও পোস্ট করা। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সপ্তাহে একবার হলেও এখানে এসে কন্ট্রিবিউশন করুন। আপনাদের সবসময় একটিভ থাকতে বলছি না আপাতত মাসে ৫-৬ টা পোস্ট করলে ই চলবে।
তাছাড়া আপনারা যদি একবারে চলে যান সে ক্ষেত্রে আমাদের লোকালের বদনাম হয় এবং সকলে বলাবলি করে অমুক ভাই ফুল মেম্বার হওয়ার পর থেকে ডুমুরের ফুল হয়ে গেছে দেখাই মেলে না। তাই এই সকল অপবাদ থেকে নিজে বাঁচুন এবং আপনার লোকাল কে বাঁচান। ধন্যবাদ যাদের উদ্দেশে কথাগুলো বলছি তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন। তাই আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন।