Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
DVlog
on 22/10/2023, 06:26:28 UTC
⭐ Merited by LDL (1)
বাংলায় পোস্ট অনুবাদ করা নিয়ে অনেক আলোচনা সমালোচনায় হচ্ছে তাই বলে লোকাল সেকশনের পোস্ট নিয়ে কেন একজন সদস্য গ্লোবাল সেকশনে পোস্ট করবে। নিয়মের বাইরে যদি পোস্ট করা হতো তাহলে @DVlog ভাইয়ের উচিত ছিল আমাদের লোকাল সেকশনে অথবা পার্সোনাল মেসেজ দিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া সরাসরি ভাবে গ্লোবাল সেকশনে পোস্ট করা মোটেও উচিত হয়নি।
@cryptoWODL আপনি যেহেতু অনুমতি নিয়ে একটি পোস্ট অনুবাদ করেছিলেন এবং যার পোস্ট অনুবাদ করেছেন সে আপনার পোষ্ট পড়েছে তাহলে কেন আপনি আপনার পোস্ট ডিলিট করতে গেলেন, হয়তো ভুল আপনারই ছিল। এখন যদি আপনার ভুল না থাকে তারপর আপনাকে দোষী সাব্যস্ত করা হবে কারণ আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। সকলে মনে করবে অবশ্যই আপনার অনুবাদ করা পোস্টে সমস্যা ছিল এ কারণে আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। যাই হোক পোস্ট ডিলিট করা কোন সমাধান নয়, বোকারা সাধারণত এই ধরনের কাজ করে থাকে।

আমি লোকাল বোর্ডে প্রথমে পোস্ট করেছি ভাই সাবধান করে। কাওকে ব্যক্তিগত আক্রমণ না করে কন্সট্রাক্টিভ ক্রিটিসিজম এর মধ্যে কথা বলেছি কিন্তু কিছু মেম্বার সরাসরি ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে। যারা সবার সামনেই ব্যক্তিগত আক্রমণ ছাড়া কথা বলতে পারেনা তাদেরকে পার্সোনাল মেসেজ দিয়ে গালি শুনতে চাই না। আর এসব বিষয় অনেকদিন ধরেই কথা হচ্ছে কিন্তু কেউ আপনাদের কথা পাত্তাই দেয়নাই। আগের চাইতে আরো বেশি করে করা শুরু করেছে। গ্লোবাল মেম্বার রা আগে থেকেই আমাদের বোর্ড সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করে। এসবে যদি আস্কারা দেয়া হয় তাহলে দীর্ঘ মেয়াদে ক্ষতি হবে।

For a long time, I thought that this local board was a small group of 5-10 people with several alt accounts.

আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক পুরুষ্কার দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়। সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না। যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।

আমি এই পোষ্ট এর মাধ্যবে বলছিনা আমাদের থ্রেড সম্মান দেয়না তবে আমরাও পাকিস্তান এর চাইতে আরো এগিয়ে যেতে চাই। আমরা ছোটদের সাহায্য না করলে বা না পাইলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না।

আমি প্রমান স্বরুপ একটা স্ক্রেনশট দিচ্ছি দেখেন গত দুই মাস এ একটা নিউবি মেম্বার কিভাবে ফুল মেম্বার এ উত্তীর্ণ হয়েছে। সেটা দেখলেই আপনারা বুঝবেন তারা জুনিয়র
দের   কত টুকু অগ্রাধিকার দেয়।

Screenshot Link :-
1:- https://ibb.co/3rLNrJg
2:- https://ibb.co/XZYC1d7

কেউ খারাপ ভাবে নিবেন না প্লিজ। আমি শুধু আপনাদের দেখানোর জন্য দিলাম।
ধন্যবাদ সবাইকে।

আমি এরকম অনেকগুলো ID এর নাম বলতে পারবো যারা যারা কিছুদিন আগেও লোকাল বোর্ডে সুপার একটিভ ছিলো। লোকাল বোর্ড থেকে ফুল মেম্বার হওয়া মাত্র লোকাল বোর্ড এ পা ও দেয় না। অথচ তারা গ্লোবালে ঠিকই পোস্ট করে। আমাদের লোকাল বোর্ড এর বেশিরভাগ নিউ মেম্বারের লক্ষ্য ও এটাই। অন্য বোর্ডে পোস্ট এর মান আমাদের চাইতে ভালো। নিউ মেম্বার রা শর্টকাট এ রাঙ্ক আপ করার চেষ্টা করেনা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। আপনারা ট্রান্সলেশন এর দক্ষতা থাকলে ট্রান্সলেশন করেন কিন্তু টুলস ব্যবহার করে ট্রান্সলেশন করা ফোরাম রুলস এর ভায়োলেশন। আর একজন পাকিস্তানী DT মেম্বার তাদের লোকাল বোর্ডে ট্রান্সলেশন করা সম্পর্কে কি বলেছে দেখেন।

Dont know who learned from whom, but the Pakistani community got a few translators too  Grin I love how they waste their time by putting effort in translations. Yes, They are getting a translation skill and I hope one day that skill might help them somewhere. Posted this few hours ago in Pakistani thread

27. Using automated translation tools to post translated content in Local boards is not allowed