Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sportbitcoin
on 22/10/2023, 07:32:11 UTC
আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক পুরুষ্কার দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়।

সেই পুরুষ্কার পাওয়ার জন্য সেখানে আপনেউ অংশগ্রহণ করেছিলেন কিন্ত দুঃখের বিষয় আপনি সেখান থেকে কোন পুরস্কার পাননি।

সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না।
আপনি যদি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারেন তাহলে এমনি আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন ।আমি মনে করি অন্য দেশের থ্রেড গিয়ে যোগ্যতা পাওয়ার জন্য Congratulations এবং source source link গুলো পোস্ট না করে আপনি আপনার পোস্ট কোয়ালিটি ভালো করুন তাহলে এমনি আপনি আপনার র‍্যাঙ্ক বৃদ্ধি করতে পারবেন।

যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আপনি এত সুন্দর সুন্দর পোস্ট করার পরেও আপনাকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।আপনার পোস্ট কলেটি আমার কাছে অনেক ভালো লেগেছে যার মধ্যে source source link গুলো আপনি বেশি ব্যবহার করেছেন।