বিটকয়েন টল্ক একাউন্টে বাংলা ভাষায় পোষ্ট করতে পেরে আমার অনেক ভালো লাগছে।আমি এই মাত্র আমার একাউন্টি খুলেছি।আমি এর আগে বেশ কয়েক বার একাউন্ট খোলার জন্য চেষ্টা করে ব্যার্থ হয়েছিলাম।কিন্ত আজকে আমি সফল ভাবে একাউন্টি খুলতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে।আশা করি আমি আমার বাঙালি ভাইদের থেকে বিটকয়েন টল্ক সম্পর্কে পুরোপুরি জানতে পারবো এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করা যায় সেটাও শিখতে পারবো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন।
আপনাকে বিটকয়েনটক ফোরামে স্বাগতম, বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। (বাংলা লোকাল থ্রেড বর্তমানে অনুবাদের লোকাল থ্রেড নামেও পরিচিত।) এই থ্রেড থেকে আপনি বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে, এবং ইনকাম করার সাথে সাথে নিরাপদভাবে কাজ করার উপায় জানতে পারবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কোনো দ্বিধাবোধ না করে এখানে পোস্ট করেন।
তাছাড়া আপনি এই ফোরামে নতুন। তাই আপনাকে সর্বপ্রথম এই ফোরামের নিয়মকানুনগুলা জানতে হবে। আমি নিয়মকানুনগুলোর তালিকা নিচে লিখে দিলাম।