Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 22/10/2023, 08:47:05 UTC
@DVlog এই ভাই দেখলাম যে টপিক তৈরি করেছে তা মূলত আমাদের লোকাল বোর্ডের উন্নতি সাধনের জন্য করেছে। আমরা যখন আলাদা লোকাল বোর্ড পেয়ে যাব তখন আমাদের বিভিন্ন চাইল্ড বোর্ড থাকবে সেই বিষয়টি মূলত ওই ভাই তুলে ধরেছে। এতে হয়তো আপনার পোস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এতে আপনি একদম বিচলিত হবেন না। মনে রাখবেন আলোচনা সমালোচনার মধ্যে থেকে কোন কিছু অর্জন করা সম্ভব।

ভাই, আপনি কি সার্কাজম বুঝেন? DVlog কোনো ভাবেই চায় না এই নামে একটা চাইল্ড বোর্ড হোক। যারা ওনার পোষ্ট পড়ে মনে করতেছেন যে তিনি আসলেই একটা বোর্ড চায়, আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। উনি এগুলো মেনশন করেছেন সারকাজম করার জন্য।

বাংলায় পোস্ট অনুবাদ করা নিয়ে অনেক আলোচনা সমালোচনায় হচ্ছে তাই বলে লোকাল সেকশনের পোস্ট নিয়ে কেন একজন সদস্য গ্লোবাল সেকশনে পোস্ট করবে। নিয়মের বাইরে যদি পোস্ট করা হতো তাহলে @DVlog ভাইয়ের উচিত ছিল আমাদের লোকাল সেকশনে অথবা পার্সোনাল মেসেজ দিয়ে আপনাকে সতর্ক করে দেওয়া সরাসরি ভাবে গ্লোবাল সেকশনে পোস্ট করা মোটেও উচিত হয়নি।

অবশ্যই উচিৎ হয়েছে। যারা ফোরাম ইউজার, তারা কি করবে কি না করবে, সেটা অবশ্যই তোদের ব্যাক্তিগত ব্যাপার। আপনি ক্রিটিসিজম করতে পারেন যদি তিনি নিয়মের বাইরে কিছু করে থাকেন। তিনি কি ফোরামের কোনো রুলস ভায়োলেট করেছেন? আর কাকে লোকালে পি এম করতে বলবেন? ব্যাক্তিগত ভাবে কাউকে মেসেজ করলে বলবে অন্যরা করছে তাদের বলেন, আমাকে একা কেনো বলেন? আর আমাদের থ্রেড এ পোষ্ট করার কথা যদি বলেন, এখানে এসব ব্যাপার নিয়ে অনেকদিন ধরে বিস্তর আলোচনা হয়েছে। আর কতো ক্লিয়ার ভাবে বলা যায়? নাকি এখন একজন একজন করে নাম ধরে বলতে হবে? নাম ধরে বললে তো মান সম্মানের প্রশ্ন চলে আসবে। একজন আরেকজনের শত্রু হয়ে যাবে।

@cryptoWODL আপনি যেহেতু অনুমতি নিয়ে একটি পোস্ট অনুবাদ করেছিলেন এবং যার পোস্ট অনুবাদ করেছেন সে আপনার পোষ্ট পড়েছে তাহলে কেন আপনি আপনার পোস্ট ডিলিট করতে গেলেন, হয়তো ভুল আপনারই ছিল। এখন যদি আপনার ভুল না থাকে তারপর আপনাকে দোষী সাব্যস্ত করা হবে কারণ আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। সকলে মনে করবে অবশ্যই আপনার অনুবাদ করা পোস্টে সমস্যা ছিল এ কারণে আপনি আপনার পোস্ট ডিলিট করেছেন। যাই হোক পোস্ট ডিলিট করা কোন সমাধান নয়, বোকারা সাধারণত এই ধরনের কাজ করে থাকে।

এখানে কিছু মনে করার কিছু নেই। ওনাকে প্রেশ্ন করেন যে উনি গুগল ট্রান্সলেটর ব্যাবহার করেছে নাকি করেনি। অবশ্যই করেছে। ফোরামের নিয়ম অনুযায়ী তিনি ফোরামের রুলস ভায়োলেট করেছেন। যখন তিনি ভূল বুঝে পোষ্ট ডিলেট করে দিলো, এখন আবার আপনারা বলতেছেন পোষ্ট কেনো ডিলেট করলো। একজন যদি ভুল করে এবং সেটা থেকে শিক্ষা নেয়, তাহলে সমস্যা কোথায়? তিনি নিজের ভূল স্বীকার করে পোষ্ট ডিলেট করে দিয়ে সামনে এগিয়ে যাবে এটাই সঠিক। ভূল করে সব দেখেও চোখ মুখ বন্ধ করে দাতে কামড় দিয়ে বসে থাকার কোনো মানে হয় না।