Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sportbitcoin
on 22/10/2023, 09:13:04 UTC
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
Learn Crypto এবং Learn gambling এর পরে হয়তো নতুন করে অন্য কোন নামে একাউন্ট দেখতে পাবো কিন্ত মনে হয়না Learn Bitcoin এর মতো কোন মেধাবী জ্ঞানী কোন মেম্বার দেখতে পাব।যদি বাংলা বোর্ডে কোন মেধাবী জ্ঞানী মেম্বার এর আগমন ঘটে তাহলে সে এই রকম Learn Crypto এবং Learn gambling এই সব নামে ফোরামে প্রবেশ করবে না।এই মেম্বার গুলো হয়তো মনে করছে এই সব নাম দিয়ে একাউন্ট খুললে হয়তো তারা Learn Bitcoin এর মতো পোষ্ট করতে পারবে।আমি মনে করি Learn Bitcoin নাম এটি একটি ব্যান্ড হয়েছে যার জন্য সকল মেম্বার এই ধরনের নাম ব্যাবহার করা শুরু করেছে।