এয়ারড্রপ
ভাই এয়ারড্রপের অবস্থা এখন আর আগে মতো নেই। হ্যা একথা সত্য একসময় এয়ারড্রপের অনেক ভ্যালু ছিল, অনেক!!! আমি নিজে স্বাক্ষী। আমার এক পরিচিত বড়ভাই ছিল (বাউন্টি হান্টার)। যখন এয়ারড্রপের স্বর্ণযুগ ছিল, তখন তাকে দেখতাম হাজার হাজার এয়ারড্রপ করতেন। ঐসময় এসব বুঝতামনা। ঐ বড়ভাই এয়ারড্রপ থেকে এমন একটা প্রফিট তুলে নিছিলো যে, এয়ারড্রপের টাকায় বাড়ি, গাড়ি করছে।
সব এয়ারড্রপ যে খারাপ তা না, এখনো হাতে গোনা কিছু ভালো এয়ারড্রপ চলে। তবে সেটা সহজে খুঁজে পাওয়া যায় না। আর এছাড়া বাকি যা আছে তার ৯০ শতাংশই মার্কেটিং স্ট্রাটাজি হিসেবে কোম্পানির প্রচারনা করতেছে বলে মনে হয়েছে আমার কাছে।
রিসেন্ট ওয়ারড্রগুলোতে, মেটামাস্ক কানেক্ট করতে বলে, ফসেট থেকে টোকেন নিয়ে সেটা এই ব্রিজ থেকে ঐ ব্রিজে পার করতে হয় (টেস্টনেট), আবার কিছু কিছুতে ট্রানজেকশন দেখাতে হয়, এজন্য নিজের টাকা খরচ করতে হয়। হ্যাঁ হয়তোবা সামান্য কিছু ফি কাটে এসব ট্রানজেকশনে (৪-৫টাকা)। কিন্তু যখন বিষয়টা হাজার হাজার মানুষ করে, তখন অংকটা পুরোই চেন্জ হয়ে যায়। এসব আমার কাছর ফান্ড পুল করার ধান্দা মনে হয়েছে। একদম সময়ের অপচয়।