ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
আমি কিছু সাজেস্ট করতে চাই যদি কেউ idea না পান।

Learn Satoshi, Learn Bangladesh, Learn Signature, Learn Merit, Learn Bitcointalk. কেউ যদি চান আমার কাছে আরো নাম আছে!

আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে।

এমনে বইলেননা ভাই, দেখবেন আপনার নামেও অল্ট খুলে বসে আছে।

AVlog, BVlog, CVlog, DVlog, EVlog, XVlog।

লোকালে এখন অল্ট আর অল্ট, অল্ট আর অল্ট। অল্টের বন্যা।
