Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Essential10
on 23/10/2023, 06:37:22 UTC

ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
এদের সম্পর্কে কি বলবেন ভাই, যারা এই ধরনের কথা বলে যে Learn gambling, Learn Bitcoin, Learn Crypto একজনের একাউন্ট তাদের সাধারণ জ্ঞানের অভাব আছে। একজন ইউজার যদি তার alt একাউন্ট তৈরি করে তাহলে কেন সে পূর্বের একাউন্টের নাম এর সাথে মিলিয়ে একাউন্ট তৈরি করবে কি প্রয়োজন আছে এরকম করে একাউন্ট তৈরি করার।
কিছুদিন আগে গ্লোবাল সেকশনে BD নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, কিছু বড় সদস্য তো বলেই বসেছেন যে নামের পূর্বে যতগুলো অ্যাকাউন্টে BD উল্লেখ করা আছে সবগুলো একজনের একাউন্ট, আমি বুঝতে পারি না তারা কোন যুক্তিতে এ ধরনের কথা বলে। আবার যারা অন্য সদস্যের ইউজারনেম এর সাথে মিল রেখে একাউন্ট তৈরি করেন তারা আসলে কি উদ্দেশ্যে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করেন? একাউন্ট খুলতে একটা ইউজারনেম যদি আপনাদের কপি করতে হয় তাহলে আপনারা পোস্টে কি লিখবেন। আপনাদের মনে কখনো ইউনিক চিন্তা ভাবনা আসবে না। যেভাবে ইউজারনেম কপি করা শুরু করেছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা এরকম ইউজার নামের আইডি দেখতে পাবো যারা জনপ্রিয় ম্যানেজারদেরকে কপি করে আইডি তৈরি করছে।