Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 23/10/2023, 11:27:34 UTC
হাল ফিন্নি এবং সাতোশি নাকামোতো-র মধ্যে যে ১০ বিটিসি লেনদেনটা হয়েছিল। মূলত সাতোশি হালফিন্নকে ১০ বিটিসি দিয়েছিল, কেন দিয়েছিল? সাতোশি নাকামোতো বেশ কিছু ব্যক্তিকে বিটকয়েন পাঠিয়েছিল, তাদের মধ্যে হাল ফিন্নির নাম কেন উঠে আসলো? অন্য সবার নাম কেন উঠে আসলো না? এই বিষয়টা নিয়ে আমার কনফিউশন দূর হচ্ছে না।
যেহেতু হাল ফিনি বিটকয়েনের একজন কোডার বা ডেভেলপার ছিলো, সে কমিউনিটিতে পরিচিত মুখ। অন্য যাদের কাছে বিটকয়েন পাঠিয়েছিলো, তারা হয়তো অতোটা পরিচিত নয় যে তাদের নাম সবার মনে থাকবে। এখন আপনি যদি বলেন কেনো পাঠিয়েছিলো, সেটার উত্তর তো আমরা কেউ জানি না। হতে পারে টেষ্ট করার জন্য। তখন ১০ টিকয়েন তো ১০ টাকাও ছিলো না। প্রতি ১০ মিনিটের ব্লক থেকেই তখন ৫০ বিটকয়েন জেনারেট হতো।

আর একটা বিষয় মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আমি শুনেছিলাম, বিটকয়েনটক ফোরামে মেরিটের ব্যবস্থা পূর্বে ছিল না, কিন্তু পরবর্তীতে মেরিটের ব্যবস্থাটা কেন করা হয়েছিল? এর উদ্ভাবক কে ছিল? এবং প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?

ফোরামে একসময় স্প্যাম পোষ্ট এর কোনো অভাব ছিলো না। যে কেউ পোষ্ট করে করে একটিভিটি বাড়িয়ে রেংক আপ করতে পারতো। কেউ ২৫০ পোষ্ট করলে তার একটিভিটি ২৫০ হলেই সে সিনিয়র মেম্বার হয়ে যেতো। যার কারনে পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র‌্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র‌্যাংক আপ করতে পারবে না।