Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 24/10/2023, 04:59:31 UTC

পরবর্তীতে আপনি আরেকটু ভালোভাবে গবেষণা করে তারপরে ফিউচার ট্রেডিং করতে যাবেন। মনে রাখবেন ভাগ্য সব সময় ফেভার করে না। আপনি হতাশ না হয়ে যে পরিমাণ বিটকয়েন আছে এই মুহূর্তে ওই পরিমাণ বিটকয়েন হোল্ড করে রেখে দিন। কে বলতে পারে ওই পরিমাণ বিটকয়েন আপনার বর্তমানে যে লস খেয়েছেন সেই লসটা রিকভারি করে দেবে।

@LDL ভাইয়ের সাথে আমিও একমত পোষণ করছি। @Bitcoin_people ভাই একটু ধৈর্য ধরেন, মার্কেট রিসার্চ করে একটু অপেক্ষা করেন। খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। একটা কথা গ্রামবাংলায় প্রচলিত আছে, আল্লাহ যখন কাউকে দেন, তখন কাঁচা খোলার সময় থাকে না; কিন্তু তার ভাগ্যের চাকা খুলে যায়!!! আলহামদুলিল্লাহ,  আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন ভালো কিছু হবে!!! আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন!