Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 24/10/2023, 06:03:14 UTC
মার্কেট এনালাইসিস করতে না পারলে ফিউচার ট্রেডিং ছেড়ে দেন। ফিউচার ট্রেডিং করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফিউচার ট্রেডিং ছেড়ে দেন পারলে স্পট ট্রেডিং করেন যদিও কম প্রফিট হবে তারপর ও আপনার তহবিল হারানোর সম্ভাবনা নেই।


@2Pizza410000BTC ভাই, আপনার এই পরামর্শটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ফিউচার ট্রেডিং অবশ্যই লাভজনক যদি মার্কেট রিসার্চটা সঠিকভাবে করতে পারেন। ফিউচার ট্রেডিংয়ে লাভ লস যে কোন কিছু হতে পারে। অবশ্যই ফিউচার ট্রেডিংয়ে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে অবশ্যই ফিউচার ট্রেডিং আপনার জন্য না। আপনি স্পট ট্রেডিং করতে পারেন, স্পট ট্রেডিং কিন্তু আপনার মূলধন হারানো সম্ভব না নাই। আমি নিজেও অল্পস্বল্প স্পট ট্রেডিং করেছি পূর্বে।