আজকে নিজেরে কি বলে দাবি করবো বুঝতে পারতেছি না বোকা নাকি বো*** ই।

আগামীকাল রাতে বিটকয়েন মার্কেটের অবস্থা দেখে আমি ভেবেছিলাম হয়তো এখান থেকেই বিটকয়েন মার্কেটে নিচের দিকে নামতে পারে হতে পারে এটা সর্বোচ্চ হাইপ। কিন্তু তা না হয়ে বরং আমি যখন ফিউচার ট্রেডিং এ গিয়ে শর্ট নিলাম ঠিক তারপর থেকে বিটকয়েন মার্কেটে স্রোতের বেগে বাড়তে থাকে যেখানে আমি $৩১৩০০ তে শর্ট নিয়েছিলাম সেখানে বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বাড়তে বাড়তে $৩৬৪৩৪ এ গিয়েছিল। যেখানে আমাকে বিটকয়েনে লিকুইডেশন প্রাইস দিয়েছিল $৩৬৪৩৬ আমি তো ভাই এটা দেখার পর পুরাই মরা অবস্থা জীবনন্ত মারা। যাইহোক আল্লাহতালা যে আমাকে অতধুর পর্যন্ত গিয়ে ফিরে আসতে দিয়েছি এটাই অনেক। যেখানে আমি $713 ডলার দিয়ে ট্রেড নিয়েছিলাম সেখানে বিটকয়েনের মূল্য উর্ধ্বমুখী হয়ে ৫১২ ডলার লস হওয়ার পর আমি কেটে দেই যাতে আমি সমস্ত অর্থ না হারাই। এখন আমার ফান্ডে $২০০ এর মতো আছে, একবারে সম্পূর্ণ অর্থ না হারিয়ে অল্প কিছু রয়েছে, দুঃখের বিষয় হল সবগুলো ছিল আমার জীবনের উপার্জনের কিছু সংগ্রহ করে রাখা ডলার। তার চেয়ে বড় দুঃখ হচ্ছে আমি কয়েকদিন আগে sahasn ভাইয়ের কাছ থেকে $200 লোন এনেছি ওই লোনসহ আমার জমানো অর্থ ও শেষ প্রায়। আমি আজকে এমন হতবাগার মতো কাজ করেছি যা সত্যিই দুঃখজনক, যাই হোক কে যানতো যে বিটকয়েন এর মার্কেট এভাবে বৃদ্ধি পাবে। নিজের উপর নিজেরই রাগ উঠতেছে কিছুই করার নেই, আপনাদের কাছে একটু আবেগ শেয়ার করলাম।
https://www.talkimg.com/images/2023/10/24/TzQUv.pnghttps://www.talkimg.com/images/2023/10/24/Tzn5b.jpegনিজের উপর রাগ করে নিজের কোন ক্ষতি করবেন না। আপনাকে এই সময় প্রচুর ধৈর্য ধরতে হবে তাছাড়া আর কোন উপায় নেই। এই মার্কেট বৃদ্ধির ফলে শুধু আপনি নন আপনার মত হাজার হাজার মানুষ লিকুয়েডিশন খেয়েছে। কালকে মার্কেট বৃদ্ধির ফলে ২ ঘন্টায় এক বিলিয়ন ডলার লিকুইডেশন খেয়েছে ফিউচার ট্রেডাররা।এখানে আপনার জন্য আমার পরামর্শ হবে আপনি পরবর্তীতে ফিউচার ট্রেডিং করলে অবশ্যই মার্কেট ভালোভাবে এনালাইসিস করবেন। মার্কেট এনালাইসিস করতে না পারলে ফিউচার ট্রেডিং ছেড়ে দেন। ফিউচার ট্রেডিং করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফিউচার ট্রেডিং ছেড়ে দেন পারলে স্পট ট্রেডিং করেন যদিও কম প্রফিট হবে তারপর ও আপনার তহবিল হারানোর সম্ভাবনা নেই।