পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র্যাংক আপ করতে পারবে না।
প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?
সেটা তো আমার জানা নাই ভাই। আমি কালকে অনেক খুজেছিলাম, একটা ওয়েবসাইট আছে যেখানে মেরিট ট্রানজেকশন এর হিষ্টোরি আছে। কিন্তু সেই পেইজ আমার কম্পিউটারে লোড হয় না। আপনি চাইলে চেক করে দেখতে পারেন।
http://loyce.club/Merit/merit.htmlতবে আমার ধারনা হয়তো এডমিন নিজেই চেক করার জন্য কাউকে মেরিট দিয়ে চেক করে থাকতে পারেন।