আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা।
কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
এই আপনারা দুইজন খালি সঠিক জায়গায় হাত দেন। বেচারা অ্যাকাউন্ট ফার্মারদের ভাতে মারবেন আপনারাই। যাইহোক এগুলো সম্পর্কে কিছু বলার নাই জাস্ট দেখি আর চুপ হয়ে থাকি। একটা সময় ছিল পোস্ট তেমন বেশি না থাকলেও এরকম আউটফাউল পোস্ট কম হতো। যখন আমি একদম নতুন আপনাকে দেখতাম আর্টিকেল লিখতেন, সেগুলো ভালো কাজে লাগতো। মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন, যাইহোক আবার কাম ব্যাক করেছেন আশা করি এই একাউন্ট ফার্মারদের থেকে আপনার মত মেম্বারদের পোস্ট বেশি চোখে পড়বে। আর না হলে মিলাদ মাহফিল দেখা ছাড়া আর কোন কিছু থাকবে না।

স্কুল কলেজে মাস্টাররা যেভাবে বেতের বাড়ি দিয়ে বেয়ারা ছাত্রদের মানুষের মতো মানুষ করতো সেভাবে দুই একজন একাউন্ট ফার্মারদের ট্যাগ দিলেই বাকি ফার্মাররা মানুষের মতো মানুষ হয়ে যাবে। পড়ালেখা করে ভালো রেজাল্ট করবে, নকল করে না। নতুনদের পোস্ট কোয়ালিটি প্রথম দিকে ভালো না হওয়াই স্বাভাবিক। কিন্তু যারা এসব লো কোয়ালিটি পোস্ট গুলোতেও মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফার্মিং করতেছেন তাদের এখনই সাবধান হওয়া উচিত। আমাদের লোকাল বোর্ডেও কিন্তু DT মেম্বার আছে।