Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 24/10/2023, 17:09:21 UTC
ভাই আপনার কথা একদম ১০০% সঠিক বর্তমানে বাংলাদেশের খেলা দেখা আর ফিউচার ট্রেডিং করা একই, গতকালই আমার হার্ড অনেকটা দুর্বল হয়ে গিয়ে, আর আজকে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য নিজেকে আর টিভির পর্দায় নেইনি যদি হার্ট স্টক হয়ে যায় সেজন্য। শুধুমাত্র সাউথ আফ্রিকার খেলা দেখেই আমি পুরা গাবরে গেছি তারা কি করে, আর বাংলাদেশের খেলা যদি দেখি তাহলে হয়তো কতটা যে কষ্ট বুকের ভিতরে চাপা পড়বে সেটা বলে বোঝানো যাবে না। সেজন্য স্কোর দেখেছি কিন্তু খেলার দিকে যায়নি এটা অবশ্যই আমাদের শরীর স্বাস্থ্য এবং হার্ট সবকিছুই ভালো থাকবে। Grin
খেলা ধুলা নিয়ে আমাদের এই থ্রেডে পোস্ট করা উচিত নয়, তবুও আপনার এই বাংলাদেশ দল নিয়ে পোস্ট লেখায় নিজেকে আর শান্ত রাখা পারলাম না। আমি গ্লোবালেও বাংলাদেশ টিম নিয়ে পোস্ট দিয়েছি, এখানেও কিছু আলোচনা করি যদিও উচিত নয়। বাংলাদেশের এই এত অধঃপতনের কারন কী? বিশ্বকাপে পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে এর মাঝে আমাদের বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে এটা আমাদের গর্বের বিষয়। যখন বাংলাদেশের খেলা হয় অনেক আনন্দ ভরা মুখ নিয়ে খেলা দেখা শুরু করি কিন্তু শেষ মুহূর্তে মন টা খারপ হয়ে ফোন না হয় টিবির সামনে থেকে ছেকা খাওয়ার মত চলে আসতে হয়। মা চাচীরা বলে পুরান চালে ভাত বাড়ে। সেই রকম হয়েছে বাংলাদেশ দলের সাথে, নতুন ব্যাটিং গুলো কে ভালো খেলতেছেন, ঘুরে ফিরে মাহমুদউল্লাহ, মুসফিক, লিটন দুই এক ম্যাচে কিন্তু সাকিব এই বিশ্বকাপে ভালো করতে পারতেছেন না কিন্তু পুরনো খেলোয়াড় গুলো ভালো ব্যাটিং করেন। বাংলাদেশ অন্যতম সেরা ওপেনিং ব্যাটিং তামিম ইকবাল কে বাদ দিয়েই নতুন ওপেনার নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন। Tanzid Hasan তিনি এবার কি খেলতেছেন মাত্র ১ ম্যচে ভালো করেছিলেন। এখন তার পরিবর্তে যদি তামিম ইকবাল থাকতেন তাহলে কি তিনি Tanzid Hasan থেকে ভালো করতে পারতো না? অবশ্যই তার থেকে তামিম অনেক ভালো ব্যাটিং করতেন। একটা দলের ভালো রান করা নির্ভর করে ওপেনিং ব্যাটিং এর উপর ওপেনিং ভালো হলে পরবর্তী ব্যাটিং ভালো করতে পারে। এই দোষ টা কাদের? আমি মনে করি টিম ম্যানেজমেন্ট এর যারা খেলোয়াড় নির্বাচন করেন।

এছাড়া একটা বিষয়ে খেয়াল করলে একদম খারাপ লাগে। আজকের ম্যাচটা নিয়েই বলি আরো অনেক দেখেছি। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করলো তখন ঠিকই ব্যাটিং পিচ ছিলো, কিন্তু বাংলাদেশের বেলায় কি দেখলেন? তারা ৩৮৩ রানের টার্গেটে ভয়ে চাপে পড়ে বোলিং পিচ বানিয়েছেন। আসলে ৩৮৩ রানে আমরা জানি বাংলাদেশ জিততে পারবে না, কিন্তু হারার তো একটা লিমিট আছে তাই না? অল্প রানে হেরে যাক ২০-৩০ প্রতিদ্বন্দিতা করুক। কিন্তু শেষ পর্যন্ত ১০০+ ১৫০+ রানে হেরে যায়। আসলে একটা বিষয় দেখলে আরও খারাপ লাগে, অন্যান্য দেশের ব্যাটিং গুলো কেমন ব্যাটিং করে আর আমাদের বাংলাদেশের ব্যাটিং কি করে? দল চাপে পড়লে  তখন বল দুই একটা ডট যাবে, কিন্তু বাংলাদেশ ব্যাটিং আপনারা দেখেছেন তো কেউ আসে ৩২ বলে করে ১৪ রান এইটা রান হলো। অন্যান্য দেশের খেলোয়াড়রা ব্যাটিং করে না, বাংলাদেশের ব্যাটিং এর মতো এত বল ডট খায়। যা শুধু বাংলাদেশ পক্ষে সম্বব।
আজকে বাংলাদেশ হার ১৪৯ রানে  Grin। ভাবছিলাম আরো বেশি রানে হারবে কিন্তু মাহমুদউল্লাহ কারনে আজকে কিছু রান কমেছে।