Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 25/10/2023, 06:47:48 UTC
এটাই আমার প্রথম পোস্ট তবে আমি crypto কারেন্সির সাথে জড়িত আছি অনেকদিন থেকে। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। মার্কেটের দিকে তাকালে দেখা যায় শুধু লাল আর লাল।
Bitcoin এর দাম কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কয়েন গুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না।
আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে।
বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।

আপনি আপনার ১২৯ ডলার দিয়ে বিটকয়েন কিনে হোল্ড করতে পারেন। তবে আপনি কয়েন মার্কেটের টপ দশটি কয়েনের যে কোনটি কিনতে পারেন তবে মনে রাখবেন বিটকয়েন কিনে রাখলে কোন ঝুঁকি নেই। আপনি অন্য কোন কয়েন না কিনে শুধুমাত্র বিটকয়েনে বিনিয়োগ করে কয়েক বছরের জন্য হোল্ড করুন। সামনের বছর বিটকয়েন হালবিং শুরু হবে এবং হালভিং এর পরের বছর বিটকয়েন ১ লক্ষ ডলার হওয়ার কথা। কে বলতে পারে যদি হয়েই যায় তাহলে আপনার ১২৯ ডলার ৫০০ ডলারের উপরে হয়ে যাবে।