Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 25/10/2023, 15:26:48 UTC
আপনি যেহেতু আগে বাউন্টি করছেন তাই আমি মনে করি আপনি অনেকদিন যাবত ক্রিপ্টোর সাথে জড়িত। তাই মার্কেট সম্পর্কে আপনার অনেকটা জ্ঞান আছে বলে আমার মনে হয়। আপনি নিজেই এই সিদ্ধান্ত নিলে নিতে পারেন। তবে যেহেতু আপনি একটি পরামর্শ চেয়েছেন। তাই আমি বলব আপনি বিটকয়েনে ইনভেস্ট করেন। কারণ আপনার ফাইনানশিয়াল অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। আর এ কারণে আপনার একটি secure ইনভেস্টমেন্ট প্রয়োজন। আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের থেকে ভালো এবং সেফ ইনভেস্টমেন্ট অন্য কোনো কয়েন হতে পারে না। আর বিটকয়েনের যেহেতু এখন অনেক কম তাই সুযোগটা কাগে লাগাতে পারেন।
ধন্যবাদ সুন্দর সাজেস্ট করার জন্য। সুযোগটা কাজে লাগানোর জন্যই আজকে আমি এখানে সবার মতামত এবং উপদেশ নিতে চাইছি এবং সবাই আমাকে সঠিক উপদেশ দিয়েছে। হয়তো বিটকয়েনে বিনিয়োগ করলেই ভালো হবে যার জন্য আমি আমার উক্ত ডলারের অর্ধেক পরিমাণ দিয়ে বিটকয়েন ক্রয় করেছি।

প্রতিটা অ্যাকাউন্ট এর মেরিট হিস্ট্রি দেখলে বোঝা যায় কোন একাউন্ট কোন একাউন্টের আল্ট। আর একটা সত্য কথা হল, যারা মেরিট ফার্মিং করতেছে। তাদের প্রত্যেকের একটি করে মূল অ্যাকাউন্ট আছে যেটা প্রাইমারি একাউন্ট হিসেবে ব্যবহার করে আর অন্যান্য একাউন্টগুলা মেরিট আর্ন করে সেই প্রাইমারি একাউন্টে মেরিট ট্রান্সফার করে আবার প্রাইমারি একাউন্ট থিকা সোর্স একাউন্টগুলাতে মেরিট দিয়ে Smerit জেনারেট করে। মানে আল্ট একাউন্টগুলা মেরিট সোর্স হিসেবে ব্যবহার করে। আর ৪-৫ টা একাউন্ট খুইলা মেরিট সার্কেল তৈরি করে এভাবে একাধিক একাউন্ট তৈরি করতেছে। যাইহোক এগুলো বলা ঠিক না কারন উপর দিকে ছ্যাপ ফেললে নিজের সরিলেই পরে কারন আমরা আমাদের কমিউনিটি নিয়ে এমন মন্তব্য করলে গ্লোবালে থেকে আরো বেশি এগুলা নিয়া কথা হবে।

যে যাই করেন না কেনো আমি অনুরোধ করব শুধুমাত্র আল্ট একাউন্টগুলা বড় করার জন্য বা আল্ট একাউন্ট থেকে মেরিট নিয়ে নিজের প্রাইমারি একাউন্ট বড় করার জন্য মরিয়া না হইয়া সবাই মিলামিশা থাকেন সবাই শুধুমাত্র ভালো পোস্টেই মেরিট শেয়ার করেন সেটা যার পোস্ট হোক না কেনো। শিটপোস্টে মেরিট বিতরন কইরা নিজেই নিজের বিপদ ডাইকা আইনেন না আর বাংলা বোর্ড নিয়ে অন্যদের তামাসা করার সুযোগ দিয়েন না।
আচ্ছা আরেকটা কথা বলি আপনাদের কাছে আমি কি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করলে মেরিট পাব। আমি যেহেতু নিউভি এর জন্য বলছিলাম আরকি। কতটা গঠনমূলক এবং তথ্যবহুল পোস্ট হলে মেরিট পাওয়া যাবে। আমি নতুন এখানে হয়তো এগুলো বলা ঠিক হচ্ছে না তারপরও জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে।