Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 25/10/2023, 15:05:04 UTC
পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র‌্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র‌্যাংক আপ করতে পারবে না।

প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?

সেটা তো আমার জানা নাই ভাই। আমি কালকে অনেক খুজেছিলাম, একটা ওয়েবসাইট আছে যেখানে মেরিট ট্রানজেকশন এর হিষ্টোরি আছে। কিন্তু সেই পেইজ আমার কম্পিউটারে লোড হয় না। আপনি চাইলে চেক করে দেখতে পারেন। http://loyce.club/Merit/merit.html

তবে আমার ধারনা হয়তো এডমিন নিজেই চেক করার জন্য কাউকে মেরিট দিয়ে চেক করে থাকতে পারেন।
loyce.club এর ইনফরমেশন এবং LoyceV এর পোস্ট থেকে আমি যা জানতে পারলাম তা হলো Satoshi সর্বপ্রথম মেরিট সেন্ড করেন এবং Satoshi সর্বপ্রথম মেরিট রিসিভ করেন।
Sent by satoshi since January 24, 2018


Received by satoshi since January 24, 2018

এটাই আমার প্রথম পোস্ট তবে আমি crypto কারেন্সির সাথে জড়িত আছি অনেকদিন থেকে। আগে Bounty করতাম এখন এগুলো করে কোন কিছু হয় না বিধায় চাকরি করতেছি একটি প্রাইভেট কোম্পানিতে। এখন Cryptocurrency মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। মার্কেটের দিকে তাকালে দেখা যায় শুধু লাল আর লাল।
Bitcoin এর দাম কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কয়েন গুলো সেরকম বৃদ্ধি পাচ্ছে না।
আমার কাছে ১২৯ ডলার আছে যেগুলো দিয়ে আমি কয়েন কিনে হোল্ড করে রাখতে চাচ্ছি। এমন কোন কয়েন আছে যেটা হোল্ড করে রাখলে ভালো প্রোফিট আসবে।
বিটকয়েন কিনে রাখলে ভালো হবে নাকি অন্যান্য কয়েন।
আপনি যেহেতু আগে বাউন্টি করছেন তাই আমি মনে করি আপনি অনেকদিন যাবত ক্রিপ্টোর সাথে জড়িত। তাই মার্কেট সম্পর্কে আপনার অনেকটা জ্ঞান আছে বলে আমার মনে হয়। আপনি নিজেই এই সিদ্ধান্ত নিলে নিতে পারেন। তবে যেহেতু আপনি একটি পরামর্শ চেয়েছেন। তাই আমি বলব আপনি বিটকয়েনে ইনভেস্ট করেন। কারণ আপনার ফাইনানশিয়াল অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। আর এ কারণে আপনার একটি secure ইনভেস্টমেন্ট প্রয়োজন। আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের থেকে ভালো এবং সেফ ইনভেস্টমেন্ট অন্য কোনো কয়েন হতে পারে না। আর বিটকয়েনের যেহেতু এখন অনেক কম তাই সুযোগটা কাগে লাগাতে পারেন।


আমিও সেদিন এই কথা বলেছি। আমাদের বোর্ডে একাউন্ট ফার্মিং চলতেছে। এমন সব পোস্টে মেরিট শেয়ার করা হচ্ছে যেগুলো গ্লোবালে স্প্যামিং হিসেবে রিপোর্ট খাইতো। কেউ এই বিষয়ে কথা বলারও মনে হয় সাহস পাচ্ছেনা। আপনি বিষয়টা মেনশন দিয়ে ভালো করছেন। যারা এসব করতেছে তাদেরকে এখনো বলতেছি আপনারা ফেয়ার থাকেন, এসব গ্রুপিং করে মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফুল মেম্বার এর বেশি নিতে পারবেন না। গ্লোবালে পাওয়া মেরিট লোকাল বোর্ডে শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু যখন দেখি স্প্যাম পোস্টেও মেরিট দিচ্ছে একেকজন তখন কষ্ট করে গ্লোবালে মেরিট পাওয়ার কোনো মূল্য থাকেনা।
কাল থেকে তো মনে হচ্ছে আমাদের বোর্ডে মিলাদ মাহফিল চলতেসে।
এই আপনারা দুইজন  খালি সঠিক জায়গায় হাত দেন।  বেচারা অ্যাকাউন্ট ফার্মারদের ভাতে মারবেন আপনারাই।  যাইহোক এগুলো সম্পর্কে কিছু বলার নাই  জাস্ট দেখি আর চুপ হয়ে থাকি।
স্কুল কলেজে মাস্টাররা যেভাবে বেতের বাড়ি দিয়ে বেয়ারা ছাত্রদের মানুষের মতো মানুষ করতো সেভাবে দুই একজন একাউন্ট ফার্মারদের ট্যাগ দিলেই বাকি ফার্মাররা মানুষের মতো মানুষ হয়ে যাবে। পড়ালেখা করে ভালো রেজাল্ট করবে, নকল করে না। নতুনদের পোস্ট কোয়ালিটি প্রথম দিকে ভালো না হওয়াই স্বাভাবিক। কিন্তু যারা এসব লো কোয়ালিটি পোস্ট গুলোতেও মেরিট শেয়ার দিয়ে একাউন্ট ফার্মিং করতেছেন তাদের এখনই সাবধান হওয়া উচিত। আমাদের লোকাল বোর্ডেও কিন্তু DT মেম্বার আছে।
কিছু কিছু একাউন্ট আছে যাদের ইনকামিং আর আউটগোইং সব মেরিট শুরুমাত্র লোকাল বোর্ডে সীমাবদ্ধ। ৫০ টা মেরিটের মধ্যে যদি ১০ টা মেরিটও গ্লোবালে কোনো গ্লোবাল মেম্বার থেকে পেতো তাও একটা কথা ছিলো। তারা মনে করে তাদের এসব কেউ হয়তো দেখে না। চাইলেই ফাঁকি দিয়ে চলে যেতে পারবে।

এসব চালাকদের মধ্যে আবার কিছু কিছু আছে যারা বিভিন্ন রেপুটেড মেম্বার থেকে দুই দিন না যেতেই নিউট্রাল (সিটপোস্টার, স্প্যামপোস্টার) ট্যাগ খেয়ে বসে আছে, লল।
প্রতিটা অ্যাকাউন্ট এর মেরিট হিস্ট্রি দেখলে বোঝা যায় কোন একাউন্ট কোন একাউন্টের আল্ট। আর একটা সত্য কথা হল। যারা মেরিট ফার্মিং করতেছে। তাদের প্রত্যেকের একটি করে মূল অ্যাকাউন্ট আছে যেটা প্রাইমারি একাউন্ট হিসেবে ব্যবহার করে আর অন্যান্য একাউন্টগুলা মেরিট আর্ন করে সেই প্রাইমারি একাউন্টে মেরিট ট্রান্সফার করে মানে আল্ট একাউন্টগুলা মেরিট সোর্স হিসেবে ব্যবহার করে। যাইহোক এগুলো বলা ঠিক না কারন উপর দিকে ছ্যাপ ফেললে নিজের সরিলেই পরে কারন আমরা আমাদের কমিউনিটি নিয়ে এমন মন্তব্য করলে গ্লোবালে থেকে আরো বেশি এগুলা নিয়া কথা হবে।

যে যাই করেন না কেনো আমি অনুরোধ করব শুধুমাত্র আল্ট একাউন্টগুলা বড় করার জন্য বা আল্ট একাউন্ট থেকে মেরিট নিয়ে নিজের প্রাইমারি একাউন্ট বড় করার জন্য মরিয়া না হইয়া সবাই মিলামিশা থাকেন সবাই শুধুমাত্র ভালো পোস্টেই মেরিট শেয়ার করেন সেটা যার পোস্ট হোক না কেনো। শিটপোস্টে মেরিট বিতরন কইরা নিজেই নিজের বিপদ ডাইকা আইনেন না আর বাংলা বোর্ড নিয়ে অন্যদের তামাসা করার সুযোগ দিয়েন না।