আপনার এক্সপ্লেনেশান থেকে যতটুকু বুঝেছি, এই ক্ষেত্রে তাপরুট এড্রেস ব্যাবহার করাই শ্রেয়। কিন্তু আমি কোনো ক্যাম্পেইনেই দেখিনি যে ম্যানেজারগন তাপরুট এড্রেস একসেপ্ট করে। আরেকটা প্রশ্ন হলো কোন কোন ওয়ালেট তাপরুট এড্রেস সাপোর্ট করে? ইলেকট্রামে মূলত সেগউইথ এড্রেস ই থাকে।
সিগ্নেচার ক্যাম্পেইন এ পেমেন্ট রিসিভ করার জন্য তাপরুট অবশ্যই বেস্ট অপশন বর্তমানে। ক্যাম্পেইন ম্যানেজার এইখানে কোন এড্রেসে পাঠাচ্ছে সেটা কথা না, কথা হল কোন এড্রেস ব্যবহার করছে। যেহেতু তার আউটপুট বেশি, সে ন্যাটিভ সেগউইট ব্যবহার করাটাই শ্রেয়।
ওয়ালেটের তালিকা এইখানে পাবেন-
https://bitcointalk.org/index.php?topic=5405946.0ইমেজগুলো আউটডেটেড।