Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Essential10
on 25/10/2023, 15:53:23 UTC
আচ্ছা আরেকটা কথা বলি আপনাদের কাছে আমি কি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করলে মেরিট পাব। আমি যেহেতু নিউভি এর জন্য বলছিলাম আরকি। কতটা গঠনমূলক এবং তথ্যবহুল পোস্ট হলে মেরিট পাওয়া যাবে। আমি নতুন এখানে হয়তো এগুলো বলা ঠিক হচ্ছে না তারপরও জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে।
প্রথমত ভাই আপনাকে ভুলে যেতে হবে মেরিট এর চিন্তাভাবনা, কি ধরনের পোস্ট করলে মেরিট পাওয়া যাবে সে চিন্তা না করে আপনি চিন্তা করুন কিভাবে গঠনমূলক পোস্ট করা যায়। মেরিট এর চিন্তাভাবনা যদি আপনার মাথায় ঘুরতে থাকে এবং আপনি যদি পোস্ট করার পর মিনিট না পান তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন তাই আপনি যে পর্যায়ে রয়েছেন সে পর্যায়ে মেরিট আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। গঠনমূলক পোস্ট বলতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে সঠিক আলোচনা করতে হবে এবং অফ টপিক আলোচনা আপনাকে এড়িয়ে চলতে হবে। অফ ট্রপিকের বাইরে আপনি যদি একটি বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করতে পারেন এবং সেই আলোচনা যদি কোন সদস্যের ভালো লাগে এবং আপনার পোস্ট পড়ে কোন সদস্য নতুন কিছু সম্পর্কে জানতে পারে তাহলে সে চাইলে অবশ্যই আপনাকে একটি মেরিট দিতে পারে।
ফোরামে যুক্ত হয়েছেন এবং ফোরামে নিয়মিত সময় দিতে থাকুন, শুরুর দিকেই মেরিট পাওয়া যেন আপনার মূল উদ্দেশ্য না হয়।