Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Dimitri94
on 26/10/2023, 10:20:47 UTC
⭐ Merited by hugeblack (2)
প্রুফ অব রিজার্ভ কি ?

ক্রিপ্টোকারন্সিতে প্রায়ই আমরা প্রুফ অব রিজার্ভ কথাটি শুনে থাকি কিন্তু অনেকেই আমরা জানি না যে এটি কি? তাই এই বিষয়টি নিয়ে লেখার চেস্টা করলাম। প্রুফ অব রিজার্ভ হল একটি পদ্ধতি যেটি সাধারনত অর্থ সংশ্লিস্ট যে কোন প্রতিষ্ঠান বা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলোতে ব্যবহার করা হয় যার মাধ্যমে সেই প্রতিষ্ঠান বা ক্রিপ্টোএকচেঞ্জগুলো বিনিয়োগকারীদের রাখা সম্পদের বিপরীতে একটি প্রমান পত্র দেয়। আমরা ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জগুলো ব্যবহার করি সেখানে আমাদের ডিপোজিটের বিপরীতে সেই সব একচেঞ্জার যে পরিমান অর্থ ব্যাকআপ রাখে মুলত সেটিই হল প্রুফ অব রিজার্ব। সাধারন আমরা যদি বাইন্যান্সে এক ডলার ডিপোজিট করি তাহলে বাইন্যান্স 1 ডলারের বিপরীতে 1 ডলার ব্যাকআপ রাখবে এটাই মুলত প্রুফ অব রিজার্ভ।

যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।

বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জার তাদের ক্লায়েন্টের রাখা সম্পদের বিপরীতে প্রায়ই তারা তাদের প্রুফ অব রিজার্ভ প্রমান পত্র পাবলিশ করে থাকে। এটি সাধারন তৃতীয় কোন প্রতিষ্ঠান দ্বারা অডিট করা হয় এবং তার পর সেই অডিটের রিপোর্ট প্রমান হিসেবে ব্যবহার করা হয়। একজন বিনিয়োগকারী সাধারনত এই সব তথ্য উপাত্তের উপর নির্ভর করে তিনি বিশ্বাস স্থাপন করতে পারেন। এর মাধ্যমে বিশ্বাস, স্বচ্ছতা এবং অর্থনৌতিক সক্ষমতা সম্পর্কে বিনিয়োগকারী পরিপুর্ণ ধারনা পান।   

ক্রিপ্টোকারেন্সি জগতে রিজার্ভের প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোন একচেঞ্জ সাইট এই কাজটি যথাযথেভাবে সম্পন্ন না করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোন সমস্যা রয়েছে। নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে। স্থিতিশীলতা এবং নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে প্রুভ অব রিজার্ভ খুবই গুরুত্বর্পুণ ভুমিকা পালন করে।

Proof of Reserve কিভাবে করতে হয়?
আমরা বাংলাদেশীরা Proof of Reserve করতে পারব কি? আইনি জটিলতায় পড়তে পারে কিনা?
Proof of Reserve করলে এক্সট্রা fee দিতে হয় কিনা?
আসলে এ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভবিষ্যতে এক্সচেঞ্জে ডলার সঞ্চয় করব তাদের জন্য এই গ্যারান্টিপত্র থাকা অতীত জরুরী। আপনি বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করে আমাদের সাথে শেয়ার করবেন।
যদি একটু ভালভাবে খেয়াল করেন তাহলে বিষয়টি পরিস্কার হবে এবং আশা করি আপনার প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন। এখানে প্রুফ অফ রিজার্ভ টার্মসটি মুলত যে কোন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে যেই সব আর্থিক প্রতিষ্ঠান গুলো তাদের দায়বদ্ধতা সঠিকভাবে প্রমানের জন্য তাদরে নিজস্ব সম্পদের মাধ্যমে পুরন করার সক্ষমতা দেখাতে পারে। বিষয়টিকে আরও সহজ করি ধরুন আপনি বাইন্যান্সের কাছে 20 ডলার অর্থ রেখেছেন বাইন্যান্স আপনার অর্থ রাখার জন্য তার দায়বদ্ধতা হিসেবে বাইন্যান্স 20 ডলার সমপরিমান তার নিজস্ব অর্থ দেখাবে যাকে আমরা প্রুফ অব রিজার্ভ বলি। এখানে তৃতীয় কোন পক্ষ্য দ্বারা সাধারনত এই কাজ গুলো করা হয়ে থাকে।

রিজার্ভের প্রমান হিসেবে একটি প্রতিষ্ঠান কে স্বচ্ছ এবং সঠিক তথ্যনির্ভর প্রমান দেখাতে হয়। ক্রিপ্টোকারেন্সির জগতে প্রতিষ্ঠান গুলো মুলত তাদের পাবলিক ওয়ালেট এড্রেস প্রকাশের মাধ্যমে তার প্রমান গুলো দিয়ে থাকে। যার মাধ্যমে যদি কোন গ্রাহক ইচ্ছা করে তাহলে তিনি সেই সম্পদের যে কোন সময় যাচাই করতে পারবেন। যেহেতু এটি একটি প্রতিষ্ঠানের কাজ তাই কাজের ধরন এবং কিভাবে তারা কাজ করবে কাদের দ্বারা কাজটি সম্পন্ন করবে এটি মুলত সেই প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে এবং তার উপরে চার্য ধার্য হবে। আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে একটি লিঙ্ক প্রদান করছি এখানে আপনি প্রুফ অব রিজার্ভ সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন।