আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
আমার তো ইন্টারনেট চলতেছে কোন ইস্যু ফেস করলাম না এখনো। আমার মনে হয় খাজা টাওয়ারের আগুন আর ঘটনায় যেসব ব্রডব্যান্ড সার্ভিসের ডাটা সেন্টার পুড়ে গিয়েছে সেটার মধ্যে আমারটা ছিল না। আমার আশেপাশের দু একজনের কাছ থেকে শুনতে পেরেছি যে তাদের সমস্যা হচ্ছে। অনেকের সমস্যা আবার এমন হচ্ছে যে ইউটিউব ফেসবুক চলতেছে কিন্তু ব্রাউজিং করতে পারতেছে না। এটাও কি আসলে সে জন্যই হচ্ছে কিনা তা আমার জানা নেই।